ETV Bharat / bharat

Corona Update in India : সামান্য কমলেও দৈনিক সংক্রমণ 19 হাজারের কাছেই, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা - দৈনিক সংক্রমণের হার

করোনা গ্রাফ ফের দুশ্চিন্তায় ফেলেছে দেশবাসীকে ৷ যদিও এবার মৃত্যুর সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয় (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ
author img

By

Published : Jul 8, 2022, 9:59 AM IST

Updated : Jul 8, 2022, 10:46 AM IST

নয়াদিল্লি, 8 জুলাই: সামান্য কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 815 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বৃহস্পতিবারের রিপোর্টে যা ছিল 18 হাজার 930 জন আর বুধবার 16 হাজার 159 (India Reports 18,815 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এখনও পর্যন্ত দেশে 4 কোটি 35 লক্ষ 85 হাজার 554 জন করোনায় সংক্রামিত হলেন ৷

সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে (Active caseload) 1 লক্ষ 22 হাজার 335-তে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.27 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.96 শতাংশ, যা আগে ছিল 4.32 ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 38 জন, আগের দিন সংখ্যাটা ছিল 35 ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 343 জন করোনা রোগীর মৃত্যু হল ৷

আরও পড়ুন: তিন হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় সুস্থ করোনা রোগীর সংখ্যা 15 হাজার 899 ৷ আগের দিনে 14 হাজার 650 জন সেরে উঠেছিলেন ৷ সুস্থতার হার 98.51 শতাংশ ৷ করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা 4 কোটি 29 লক্ষ 37 হাজার 876 ৷

গতকাল বিকেলের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে 2 হাজার 889 জন, কেরালায় 3 হাজার 661 জন, তামিলানাড়ুতে 2 হাজার 765, কর্নাটকে 1 হাজার 53 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

এদিকে হু একটি দুশ্চিন্তাজনক খবর জানিয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ভারতে কোভিড-19-এর ওমিক্রন ভ্যারিয়্যান্টের BA.2.75 খোঁজ মিলেছে, জানিয়েছেন খোদ টেড্রস আধানম ৷ গত দু'হপ্তায় বিশ্বে কোভিড-19 বেড়েছে 30 শতাংশ ৷ ইউরোপ এবং আমেরিকায় BA.4 এবং BA.5-এর ঢেউ চলছে ৷ ভারতে BA.2.75-এর খোঁজ মিলেছে ৷ এ বিষয়ে নজর রাখছে হু, বুধবার জানান হু প্রধান ৷

নয়াদিল্লি, 8 জুলাই: সামান্য কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 815 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বৃহস্পতিবারের রিপোর্টে যা ছিল 18 হাজার 930 জন আর বুধবার 16 হাজার 159 (India Reports 18,815 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এখনও পর্যন্ত দেশে 4 কোটি 35 লক্ষ 85 হাজার 554 জন করোনায় সংক্রামিত হলেন ৷

সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে (Active caseload) 1 লক্ষ 22 হাজার 335-তে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.27 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.96 শতাংশ, যা আগে ছিল 4.32 ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 38 জন, আগের দিন সংখ্যাটা ছিল 35 ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 343 জন করোনা রোগীর মৃত্যু হল ৷

আরও পড়ুন: তিন হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় সুস্থ করোনা রোগীর সংখ্যা 15 হাজার 899 ৷ আগের দিনে 14 হাজার 650 জন সেরে উঠেছিলেন ৷ সুস্থতার হার 98.51 শতাংশ ৷ করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা 4 কোটি 29 লক্ষ 37 হাজার 876 ৷

গতকাল বিকেলের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে 2 হাজার 889 জন, কেরালায় 3 হাজার 661 জন, তামিলানাড়ুতে 2 হাজার 765, কর্নাটকে 1 হাজার 53 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

এদিকে হু একটি দুশ্চিন্তাজনক খবর জানিয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ভারতে কোভিড-19-এর ওমিক্রন ভ্যারিয়্যান্টের BA.2.75 খোঁজ মিলেছে, জানিয়েছেন খোদ টেড্রস আধানম ৷ গত দু'হপ্তায় বিশ্বে কোভিড-19 বেড়েছে 30 শতাংশ ৷ ইউরোপ এবং আমেরিকায় BA.4 এবং BA.5-এর ঢেউ চলছে ৷ ভারতে BA.2.75-এর খোঁজ মিলেছে ৷ এ বিষয়ে নজর রাখছে হু, বুধবার জানান হু প্রধান ৷

Last Updated : Jul 8, 2022, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.