নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : অনেকটাই নিচে নামল দৈনিক সংক্রমণ ৷ একধাক্কায় সংক্রমণ কমে 18 হাজার 795 জন ৷ গতকাল যা ছিল 26 হাজার 41 জন ৷ একদিনে প্রায় আট হাজার কমল সংক্রমণ ৷ সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও ৷ তবে দেশের মোট সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কেরালা ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে 18 হাজার 795 জন সংক্রমিতের মধ্যে শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যা 11 হাজার 699 জন ৷
আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 18 হাজার 795 জন ৷ আগের দিন যা ছিল 26 হাজার 41 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 179 জনের ৷ যার মধ্যে কেরালাতেই 58 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল দেশে 276 জনের মৃত্যু হয়েছিল ৷
কমেছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 26 হাজার 30 জন সুস্থ হয়েছেন ৷ আগের দিন যা ছিল 29 হাজার 621 ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 36 লাখ 97 হাজার 581 জন ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 29 লাখ 58 হাজার 2 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 47 হাজার 373 জন ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 92 হাজার 206 জন ৷
গত 24 ঘণ্টায় 1 কোটি 2 লাখ 22 হাজার 525টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 87 কোটি 7 লাখ 8 হাজার 636 টি টিকাকরণ হয়েছে ৷
আরও পড়ুন : Joe Biden : কোভিডের বুস্টার ডোজ় নিলেন বাইডেন