নয়াদিল্লি, 18 জুলাই: দেশে দৈনিক করোনা সংক্রমণে গতকালের থেকে কিছুটা কম ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 হাজার 935 জন, সোমবার সকালে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ গতকাল প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 20 হাজার 528 জন (India reports 16935 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 37 লক্ষ 67 হাজার 534 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷
সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে (Active caseload) 1 লক্ষ 44 হাজার 264 হয়েছে, যা মোট সংক্রমণের 0.33 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) বেড়ে 5.23 শতাংশ হয়েছে, আগের দিন যা ছিল 4.80 শতাংশ ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 51 জন, আগের দিন 49 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন 5 লক্ষ 25 হাজার 760 জন ৷
সোমবার সকালের বুলেটিন অনুযায়ী সুস্থ হয়েছেন 16 হাজার 069 জন ৷ তাই সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 30 লক্ষ 97 হাজার 510 জন ৷ সুস্থতার হার 98.47 শতাংশ ৷
আরও পড়ুন: রাজ্যজুড়ে বাড়ছে করোনা, সরকারের অসেচতনতাকেই দুষছেন চিকিৎসকরা
দেশে কোভিড-19 ভ্যাকসিনের ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়েছে ৷ শুক্রবার থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷