নয়াদিল্লি, 15 অক্টোবর : কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 862 জন ৷ মৃত্যু হয়েছে 379 জনের ৷ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷ তবে টানা 21 দিন ধরে 30 হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ ৷ আর 50 হাজারেরও কম দৈনিক সংক্রমণ হচ্ছে 110 দিন ধরে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
আজ সকালের পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 কোটি 40 লক্ষ 37 হাজার 592 ৷ তবে দৈনিক সংক্রমণ 18 হাজার থেকে কমে 16 হাজারে নেমেছে ৷ তাই উৎসবের মধ্যে কিছুটা স্বস্তি ৷
তবে বেড়েছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 379 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 246 ৷ এ পর্যন্ত মোট 4 লক্ষ 51 হাজার 814 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এর মধ্যে শুধুমাত্র কেরালাতেই মারা গিয়েছেন 96 জন ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 9 হাজার 246 জন ৷ মৃত্যু হয়েছে 96 জনের ৷ তাই দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে কেরালা ৷
আরও পড়ুন : Corona in Bengal : নমুনা পরীক্ষা কমায় দৈনিক সংক্রমণ নামল পাঁচশোর ঘরে, কলকাতায় আক্রান্ত 102
216 দিন বা প্রায় 7 মাস পর সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা সবচেয়ে কমে হয়েছে 2 লক্ষ 03 হাজার 678 জন, যা মোট সংক্রমণের 0.60% ৷ 2020-র মার্চের পর ফের রেকর্ড গড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা ৷
সুস্থ রোগীর সংখ্যা সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 391 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 19 হাজার 808 জন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 33 লক্ষ 82 হাজার 100 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৷ গত 24 ঘণ্টায় কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন 30 লক্ষ 26 হাজার 483 জন ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, দেশে মোট 97 কোটি 14 লক্ষ 38 হাজার 553 জন নাগরিক কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন ৷