নয়াদিল্লি, 11 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 68 হাজার 63 জন (Corona cases in India) ৷ এদিন সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় 6.4 শতাংশ কম ৷ গতকাল সংখ্যাটি ছিল 1 লক্ষ 79 হাজার 723 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে 97 হাজার 827 জন ৷ সংক্রমণের হার 10.64 শতাংশ ৷ এদিনের পর দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 হাজার 461 ৷
এদিন গোটা দেশে মৃত্যুর হার 1.35 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 277 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 146 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 4 লক্ষ 84 হাজার 213 জনের ৷ রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে ৷ সেখানে এদিন 33 হাজার 470 জন কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 8 জনের ৷
-
COVID-19 | India reports 1,68,063 fresh cases, 69,959 recoveries & 277 deaths in the last 24 hours
— ANI (@ANI) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Active case tally reaches 8,21,446. Daily positivity rate (10.64%)
Omicron case tally at 4,461 pic.twitter.com/ikKRh2Xh6G
">COVID-19 | India reports 1,68,063 fresh cases, 69,959 recoveries & 277 deaths in the last 24 hours
— ANI (@ANI) January 11, 2022
Active case tally reaches 8,21,446. Daily positivity rate (10.64%)
Omicron case tally at 4,461 pic.twitter.com/ikKRh2Xh6GCOVID-19 | India reports 1,68,063 fresh cases, 69,959 recoveries & 277 deaths in the last 24 hours
— ANI (@ANI) January 11, 2022
Active case tally reaches 8,21,446. Daily positivity rate (10.64%)
Omicron case tally at 4,461 pic.twitter.com/ikKRh2Xh6G
এদিন স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, 10 জানুয়ারি পর্যন্ত মোট 69 কোটি 31 লক্ষ 55 হাজার 280 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 15 লক্ষ 79 হাজার 928 ৷ সেরে উঠেছেন 69 হাজার 959 জন ৷