ETV Bharat / bharat

Corona Update in India : 2 লক্ষের নিচে দৈনিক সংক্রমণ, তবে মৃত্যু 1192

দেশে দৈনিক সংক্রমণ নামল 2 লক্ষের নিচে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 67 হাজার 59 জন (New COVID cases in India) ৷ এদিন মৃত্যু বেড়ে দাঁড়াল 1 হাজার 192 ৷

COVID cases in India
2 লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ
author img

By

Published : Feb 1, 2022, 9:18 AM IST

Updated : Feb 1, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : খানিকটা স্বস্তি ৷ 2 লক্ষের নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ ৷ মঙ্গলবার করোনায় সংক্রামিত হয়েছেন 1 লক্ষ 67 হাজার 59 জন মানুষ ৷ সোমবার সংখ্যাটি ছিল 2 লক্ষ 9 হাজার 918 ৷ তবে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি ৷ এদিন 1192 করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷

সংক্রমণ কমলেও ভাবনা বাড়াচ্ছে মৃত্যুর হার ৷ মঙ্গলবার মোট 1 হাজার 192 জনের মৃত্যু হয়েছে, শতাংশের হিসাবে যা 1.20 ৷ গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে মৃত্যু ৷ রবি ও সোমবার মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 893 এবং 959 ৷ এদিন তা প্রায় বারোশো ছুঁল ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এদিনের পর দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 14 লক্ষ 69 হাজার 499 ৷ এখনও পর্যন্ত দেশে 4 লক্ষ 96 হাজার 242 জনের মৃত্যু হয়েছে ৷ দৈনিক সংক্রমণের হার রয়েছে 11.69 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার রয়েছে 15.25 শতাংশ ৷

  • India's daily cases drop below 2 lakh; the country reports 1,67,059 new #COVID19 cases, 1192 deaths and 2,54,076 recoveries in the last 24 hours

    Active case: 17,43,059 (4.20%)
    Daily positivity rate: 11.69%

    Total Vaccination : 1,66,68,48,204 pic.twitter.com/7yjkgUUMB8

    — ANI (@ANI) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ এদিন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4.20 শতাংশে, সংখ্যাটি 17 লক্ষ 43 হাজার 59, সোমবারের তুলনায় যা 88 হাজার 209 কম ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের এখন সুস্থতার হার 94.60 শতাংশ ৷

এদিন পর্যন্ত ভারতে 166 কোটি 68 লক্ষ 48 হাজার 204 জন মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : খানিকটা স্বস্তি ৷ 2 লক্ষের নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ ৷ মঙ্গলবার করোনায় সংক্রামিত হয়েছেন 1 লক্ষ 67 হাজার 59 জন মানুষ ৷ সোমবার সংখ্যাটি ছিল 2 লক্ষ 9 হাজার 918 ৷ তবে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি ৷ এদিন 1192 করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷

সংক্রমণ কমলেও ভাবনা বাড়াচ্ছে মৃত্যুর হার ৷ মঙ্গলবার মোট 1 হাজার 192 জনের মৃত্যু হয়েছে, শতাংশের হিসাবে যা 1.20 ৷ গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে মৃত্যু ৷ রবি ও সোমবার মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 893 এবং 959 ৷ এদিন তা প্রায় বারোশো ছুঁল ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এদিনের পর দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 14 লক্ষ 69 হাজার 499 ৷ এখনও পর্যন্ত দেশে 4 লক্ষ 96 হাজার 242 জনের মৃত্যু হয়েছে ৷ দৈনিক সংক্রমণের হার রয়েছে 11.69 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার রয়েছে 15.25 শতাংশ ৷

  • India's daily cases drop below 2 lakh; the country reports 1,67,059 new #COVID19 cases, 1192 deaths and 2,54,076 recoveries in the last 24 hours

    Active case: 17,43,059 (4.20%)
    Daily positivity rate: 11.69%

    Total Vaccination : 1,66,68,48,204 pic.twitter.com/7yjkgUUMB8

    — ANI (@ANI) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ এদিন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4.20 শতাংশে, সংখ্যাটি 17 লক্ষ 43 হাজার 59, সোমবারের তুলনায় যা 88 হাজার 209 কম ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের এখন সুস্থতার হার 94.60 শতাংশ ৷

এদিন পর্যন্ত ভারতে 166 কোটি 68 লক্ষ 48 হাজার 204 জন মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে দৈনিক সংক্রমণ

Last Updated : Feb 1, 2022, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.