ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ বেড়ে 16 হাজারের ঘরে, বাড়ল মৃত্যুও - Covid-19 vaccination

গত 24 ঘণ্টায় এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় 3 হাজার ৷ বেড়েছে মৃত্যুও ৷ শুধু সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি আশার আলো ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Oct 28, 2021, 12:28 PM IST

নয়া দিল্লি, 28 অক্টোবর : বেশ কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 156 জন, মারা গিয়েছেন 733 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷

আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 42 লক্ষ 31 হাজার 809 জন করোনা সংক্রামিত হলেন ৷ গত 24 দৈনিক সংক্রমণ 16 হাজারে পৌঁছেছে, তার আগের দিন এই সংখ্যাটা ছিল 13 হাজার 451 ৷ তাই উৎসবের মরশুমে এক লাফে সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷

সক্রিয় (Active Cases) রোগীর সংখ্যা নিম্নমুখী ৷ গত 24 ঘণ্টা পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ 60 হাজার 989, যা 243 দিনে সর্বনিম্ন ৷

মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 733 ৷ তার আগের দিন 585 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 56 হাজার 386 জন করোনা সংক্রামিত রোগী প্রাণ হারালেন ৷

আরও পড়ুন : Corona in Bengal : উৎসব পরবর্তী রাজ্যে বাড়ছে সংক্রমণ, গত 24 ঘণ্টায় মৃত 15

আশার কথা, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 95 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 14 হাজারের ঘরে ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 36 লক্ষ 14 হাজার 434 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.20% ৷

দেশে মোট দৈনিক সংক্রমণের মধ্যে শুধুমাত্র কেরালায় গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছেন 9 হাজার 445 জন ৷ তাই এ রাজ্যের অবস্থা এখনও সংকটজনক ৷ আর মারা গিয়েছেন 622 জন ৷

এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে 104 কোটি 4 লক্ষ 99 হাজার 873 ৷

নয়া দিল্লি, 28 অক্টোবর : বেশ কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 156 জন, মারা গিয়েছেন 733 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷

আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 42 লক্ষ 31 হাজার 809 জন করোনা সংক্রামিত হলেন ৷ গত 24 দৈনিক সংক্রমণ 16 হাজারে পৌঁছেছে, তার আগের দিন এই সংখ্যাটা ছিল 13 হাজার 451 ৷ তাই উৎসবের মরশুমে এক লাফে সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷

সক্রিয় (Active Cases) রোগীর সংখ্যা নিম্নমুখী ৷ গত 24 ঘণ্টা পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ 60 হাজার 989, যা 243 দিনে সর্বনিম্ন ৷

মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 733 ৷ তার আগের দিন 585 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 56 হাজার 386 জন করোনা সংক্রামিত রোগী প্রাণ হারালেন ৷

আরও পড়ুন : Corona in Bengal : উৎসব পরবর্তী রাজ্যে বাড়ছে সংক্রমণ, গত 24 ঘণ্টায় মৃত 15

আশার কথা, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 95 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 14 হাজারের ঘরে ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 36 লক্ষ 14 হাজার 434 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.20% ৷

দেশে মোট দৈনিক সংক্রমণের মধ্যে শুধুমাত্র কেরালায় গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছেন 9 হাজার 445 জন ৷ তাই এ রাজ্যের অবস্থা এখনও সংকটজনক ৷ আর মারা গিয়েছেন 622 জন ৷

এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে 104 কোটি 4 লক্ষ 99 হাজার 873 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.