ETV Bharat / bharat

Corona in India : সামান্য কমে দৈনিক সংক্রমণ 15 হাজারে

গতকালের তুলনায় কমল দৈনিক সংক্রমণ ৷ 16 হাজার থেকে নেমে সংক্রমণ দাঁড়াল 15 হাজারে ৷

author img

By

Published : Oct 24, 2021, 10:04 AM IST

Corona in India
Corona in India

নয়াদিল্লি, 24 অক্টোবর : কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 906 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 16 হাজার 326 জন ৷ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 561 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ তার আগের দিন মারা গিয়েছিলেন 666 জন ৷ যদিও কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 72 হাজার 594 ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 73 হাজার 728 জন ৷

তবে কিছুটা কমেছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 16 হাজার 479 জন ৷ আগের দিন যা ছিল 17 হাজার 677 জন ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Covid-Case : পুজো মিটতেই বাড়ছে সংক্রমণ, মাইক্রো-কনটেনমেন্ট জ়োন ঘোষণা হাওড়া পৌরনিগমে

নয়াদিল্লি, 24 অক্টোবর : কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 906 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 16 হাজার 326 জন ৷ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 561 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ তার আগের দিন মারা গিয়েছিলেন 666 জন ৷ যদিও কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 72 হাজার 594 ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 73 হাজার 728 জন ৷

তবে কিছুটা কমেছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 16 হাজার 479 জন ৷ আগের দিন যা ছিল 17 হাজার 677 জন ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Covid-Case : পুজো মিটতেই বাড়ছে সংক্রমণ, মাইক্রো-কনটেনমেন্ট জ়োন ঘোষণা হাওড়া পৌরনিগমে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.