ETV Bharat / bharat

Corona Update in India: 24 ঘণ্টায় দেশে করোনা-আক্রান্ত 1590, মৃত 6; ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ - করোনা সংক্রমণ

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ৷ প্রায় 5 মাস সময়ের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হল শনিবার । আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে ষোলোশো ছুঁইছুঁই (Corona surge in India) ৷

Corona Update
করোনা সংক্রমণ
author img

By

Published : Mar 25, 2023, 10:44 AM IST

Updated : Mar 25, 2023, 11:05 AM IST

নয়াদিল্লি, 25 মার্চ: আবারও কি ভয়ের কারণ হচ্ছে করোনাভাইরাস ? শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 590 জন (1590 fresh coronavirus cases recorded in last 24 hours) ৷ এই সংখ্যা বিগত 146 দিনের মধ্যে সর্বোচ্চ ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 4 কোটি 47 লক্ষ 2 হাজার 257 জন ৷

দৈনিক সংক্রমণের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা 343 জন ৷ দ্বিতীয় স্থানে কেরল ৷ আক্রান্তের সংখ্যা 223 ৷ তৃতীয় কর্ণাটকে করোনা আক্রান্ত 131 ৷ এই তিনটি রাজ্যে কেবল গত 24 ঘণ্টায় একশোর বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন ৷ সক্রিয় রোগীর (active cases) সংখ্যা পৌঁছেছে 8 হাজার 601 জনে, যা মোট সংক্রমণের 0.02 শতাংশ ৷ মহারাষ্ট্রে এই সংখ্যা 146 ৷ দৈনিক সংক্রমণের হার (daily positivity rate) 1.33 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার 1.23 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রক তাদের রিপোর্টে জানিয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুতে মহারাষ্ট্র প্রথম ৷ এ রাজ্যে 3 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷ কর্ণাটক, উত্তরাখণ্ড ও রাজস্থানে একজন করে রোগীর মৃত্যু হয়েছে এই সংক্রমণে ৷ এ নিয়ে দেশে করোনায় 5 লক্ষ 30 হাজার 824 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের হার 1.19 শতাংশ ৷

এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 62 হাজার 832 জন ৷ সুস্থতার হার 98.79 শতাংশ (COVID-19 recovery rate) ৷ দেশজুড়ে এখনও চলছে জাতীয় টিকাকরণ অভিযান ৷ মন্ত্রকের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে 220 কোটি 65 লক্ষ 44 হাজার 324 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (COVID-19 vaccination) ডোজ দেওয়া হয়েছে ৷ করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর দুনিয়াজুড়ে কোভিড পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছিল ৷ দেশে করোনা সংক্রমিতের সংখ্যা কমতে কমতে একশোরও নীচে নেমেছিল ৷ এবার কি ফিরে আসছে সেই পুরনো আতঙ্ক ? দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ায় উঠতে শুরু করেছে সেই প্রশ্নই ৷

আরও পড়ুন: দৈনিক কোভিড সংক্রমণ 1 হাজার 300, ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি, 25 মার্চ: আবারও কি ভয়ের কারণ হচ্ছে করোনাভাইরাস ? শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 590 জন (1590 fresh coronavirus cases recorded in last 24 hours) ৷ এই সংখ্যা বিগত 146 দিনের মধ্যে সর্বোচ্চ ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 4 কোটি 47 লক্ষ 2 হাজার 257 জন ৷

দৈনিক সংক্রমণের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা 343 জন ৷ দ্বিতীয় স্থানে কেরল ৷ আক্রান্তের সংখ্যা 223 ৷ তৃতীয় কর্ণাটকে করোনা আক্রান্ত 131 ৷ এই তিনটি রাজ্যে কেবল গত 24 ঘণ্টায় একশোর বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন ৷ সক্রিয় রোগীর (active cases) সংখ্যা পৌঁছেছে 8 হাজার 601 জনে, যা মোট সংক্রমণের 0.02 শতাংশ ৷ মহারাষ্ট্রে এই সংখ্যা 146 ৷ দৈনিক সংক্রমণের হার (daily positivity rate) 1.33 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার 1.23 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রক তাদের রিপোর্টে জানিয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুতে মহারাষ্ট্র প্রথম ৷ এ রাজ্যে 3 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷ কর্ণাটক, উত্তরাখণ্ড ও রাজস্থানে একজন করে রোগীর মৃত্যু হয়েছে এই সংক্রমণে ৷ এ নিয়ে দেশে করোনায় 5 লক্ষ 30 হাজার 824 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের হার 1.19 শতাংশ ৷

এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 62 হাজার 832 জন ৷ সুস্থতার হার 98.79 শতাংশ (COVID-19 recovery rate) ৷ দেশজুড়ে এখনও চলছে জাতীয় টিকাকরণ অভিযান ৷ মন্ত্রকের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে 220 কোটি 65 লক্ষ 44 হাজার 324 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (COVID-19 vaccination) ডোজ দেওয়া হয়েছে ৷ করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর দুনিয়াজুড়ে কোভিড পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছিল ৷ দেশে করোনা সংক্রমিতের সংখ্যা কমতে কমতে একশোরও নীচে নেমেছিল ৷ এবার কি ফিরে আসছে সেই পুরনো আতঙ্ক ? দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ায় উঠতে শুরু করেছে সেই প্রশ্নই ৷

আরও পড়ুন: দৈনিক কোভিড সংক্রমণ 1 হাজার 300, ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা

Last Updated : Mar 25, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.