নয়াদিল্লি, 20 অক্টোবর : দেশবাসীকে দুদিন স্বস্তি দিয়ে ফের উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ৷ উৎসব শেষের পর দুদিন সংক্রমণ কমলেও আজকের বুলেটিন অনুযায়ী তা অনেকটাই বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 14 হাজার 623 জন ৷ আগের দিন যা ছিল 13 হাজার 58 জন ৷ অর্থাৎ, একদিনে প্রায় দেড় হাজারের উপর বাড়ল সংক্রমণ ৷
229 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ বুধবার সকাল 9টায় প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 78 হাজার 98 জন ৷ আগের দিন যা ছিল 1 লাখ 83 হাজার 118 জন ৷
সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 197 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 164 ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 52 হাজার 651 জন ৷ আক্রান্ত ও মৃত্যু উদ্বেগ বাড়ালেও কিছুটা কমেছে সুস্থের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 446 জন ৷ আগের দিন যা ছিল 19 হাজার 470 জন ৷ দেশে এতদিনে মোট সুস্থের সংখ্যা 3 কোটি 34 লাখ 78 হাজার 247 জন ৷ বর্তমানে সুস্থতার হার 98.15 শতাংশ ৷
গত 24 ঘণ্টায় 14 হাজার 623 জন আক্রান্তের মধ্যে শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যাটা 7 হাজার 643 ৷ যা গতকালের তুলনায় বেশ কিছুটা বেশি ৷ এছাড়াও দেশে গত 24 ঘণ্টায় মোট মৃতের সংখ্যা 197 জন , যার মধ্যে রয়েছে কেরলের 77 জন ৷
দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 41 লাখ 8 হাজার 996 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 99 কোটি 12 লাখ 82 হাজার 283টি ৷
দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : Corona in Bengal : সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু