নয়া দিল্লি, 30 অক্টোবর : দৈনিক সংক্রমণে খুব একটা হেরফের হয়নি আজ ৷ গত 24 ঘণ্টায় দেশে 14 হাজার 313 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ মারা গিয়েছেন 549 জন, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷
আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের পর দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 42 লক্ষ 60 হাজার 470 ৷ তার আগের দিন দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছিলেন 14 হাজার 348 জন ৷ তাই সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ৷
তবে কমেছে করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 549 জন মারা গেলেও, তার আগের দিন মৃতের সংখ্যা ছিল 805 ৷ তাই ফের নিম্নমুখী করোনা সংক্রমণে মৃত রোগীর সংখ্যা ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 57 হাজার 191 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷
আরও পড়ুন : Narendra Modi : ভারতে কোভিড টিকাকরণে মোদির ভূমিকা প্রশংসিত ইউরোপে
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, আজ সকাল 8ট পর্যন্ত 13 হাজার 543 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 36 লক্ষ 41 হাজার 175 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.19% ৷
বেড়েছে সক্রিয় রোগী (Active Case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেবের পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 61 হাজার 555 জন ৷
কেরালায় গত 24 ঘণ্টায় 7 হাজার 722 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 471 জন ৷
আজ সকাল 8টার হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট 105 কোটি 43 লক্ষ 13 হাজার 977 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷