নয়াদিল্লি, 8 জানুয়ারি : দেশে করোনার দৈনিক সংক্রমণ শীঘ্রই দেড় লাখে পৌঁছে যাবে ৷ দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ৷ শনিবারের রিপোর্ট অনুযায়ী দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখ 40 হাজার পার করে গিয়েছে ৷
স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 1 লক্ষ 41 হাজার 986 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 1,41,986 fresh COVID cases in the last 24 hours) ৷ এর আগের দিন 1 লক্ষ 17 হাজার 100 জন সংক্রামিত হয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে 3 কোটি 53 লক্ষ 68 হাজার 372 হাজার জন করোনা সংক্রামিত হলেন ৷
আরও পড়ুন : COVID infection in KMC : করোনায় আক্রান্ত কর্মীরা, তিনদিন বন্ধ কলকাতা পৌরনিগমের জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগ
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় 40 হাজার 895 জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 30 হাজার 836 ৷ তাই দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও সুস্থতার সংখ্যা বেড়েছে ৷ এখনও অবধি 3 কোটি 44 লক্ষ 12 হাজার 740 জন করোনা থেকে সেরে উঠেছেন৷ সুস্থতার হার 97.30% ৷
গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 285 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 302 জন মারা গিয়েছিলেন ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 83 হাজার 463 জন করোনা আক্রান্তের মৃত্যু হল৷ মৃত্যুর হার 1.37% ৷ গতকালই দেশে 150 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
ওমিক্রন সংক্রমণের মোট সংখ্যা 3 হাজার 71 (Omicron cases in India) ৷ এর আগের দিন এই সংখ্যা ছিল 3 হাজার 7 জন ৷ মহারাষ্ট্রে 876 জন, দিল্লিতে 513 জন, কর্নাটকে 333 জন, রাজস্থান 291 জন, কেরালায় 284 জন ওমিক্রন আক্রান্ত ৷
আরও পড়ুন : Health Ministry Revised Guidelines : বিদেশ থেকে ফিরলে সাতদিনের নিভৃতবাস বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্য মন্ত্রক