ETV Bharat / bharat

Corona in India : 231 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও - দেশের করোনা পরিস্থিতি

দু'দিন ধরে দেশজুড়ে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ উৎসবের পরে দেশে সংক্রমণ কমায় স্বস্তি মিললেও ঢিলেমি না দিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷ দু'দিন ধরে দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশজুড়ে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ উৎসবের পরে দেশে সংক্রমণ কমায় স্বস্তি মিললেও ঢিলেমি না দিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Oct 19, 2021, 10:07 AM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর : দেশজুড়ে স্বস্তি ৷ ফের কমল দৈনিক সংক্রমণ ৷ উৎসব মিটলেও গতকালের পর আর বাড়েনি করোনা সংক্রমণ ৷ বরং কমেছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 13 হাজার 58 জন, আগের দিন যা ছিল 13 হাজার 596 জন ৷

227 দিনে নিম্নমুখী সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ মঙ্গলবার সকাল 9টায় প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 83 হাজার 118 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 89 হাজার 694 জন ৷

সংক্রমণ কমার পাশাপাশি মৃতের সংখ্যা কমেছে মাত্র 2 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 164 জন, আগের দিন যা ছিল 166 জন ৷ দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 52 হাজার 454 জন ৷ কিছুটা কমেছে সুস্থের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 470 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 19 হাজার 582 ৷ দেশে এতদিনে মোট সুস্থের সংখ্যা 3 কোটি 34 লাখ 58 হাজার 801 জন ৷

গত 24 ঘণ্টায় 13 হাজার 58 জন আক্রান্তের মধ্যে শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যাটা 6 হাজার 676 ৷ এছাড়াও দেশে গত 24 ঘণ্টায় মোট মৃতের সংখ্যা 164 জন , যার মধ্যে কেরলে 60 জন ৷

দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 40 লাখ 94 হাজার 373 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 98 কোটি 67 লাখ 69 হাজার 411টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Corona in Bengal : পুজো মিটতেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 600 ছাড়াল, বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি, 18 অক্টোবর : দেশজুড়ে স্বস্তি ৷ ফের কমল দৈনিক সংক্রমণ ৷ উৎসব মিটলেও গতকালের পর আর বাড়েনি করোনা সংক্রমণ ৷ বরং কমেছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 13 হাজার 58 জন, আগের দিন যা ছিল 13 হাজার 596 জন ৷

227 দিনে নিম্নমুখী সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ মঙ্গলবার সকাল 9টায় প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 83 হাজার 118 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 89 হাজার 694 জন ৷

সংক্রমণ কমার পাশাপাশি মৃতের সংখ্যা কমেছে মাত্র 2 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 164 জন, আগের দিন যা ছিল 166 জন ৷ দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 52 হাজার 454 জন ৷ কিছুটা কমেছে সুস্থের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 470 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 19 হাজার 582 ৷ দেশে এতদিনে মোট সুস্থের সংখ্যা 3 কোটি 34 লাখ 58 হাজার 801 জন ৷

গত 24 ঘণ্টায় 13 হাজার 58 জন আক্রান্তের মধ্যে শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যাটা 6 হাজার 676 ৷ এছাড়াও দেশে গত 24 ঘণ্টায় মোট মৃতের সংখ্যা 164 জন , যার মধ্যে কেরলে 60 জন ৷

দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 40 লাখ 94 হাজার 373 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 98 কোটি 67 লাখ 69 হাজার 411টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Corona in Bengal : পুজো মিটতেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 600 ছাড়াল, বাড়ল মৃত্যুও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.