নয়া দিল্লি, 5 নভেম্বর : গতকাল দীপাবলি উদযাপিত হয়েছে দেশজুড়ে ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী (Union Health Ministry) গত 24 ঘণ্টায় 12 হাজার 729 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ তাই আগের দিনের তুলনায় সংক্রমণে খুব একটা কিছু হেরফের হয়নি ৷
এর আগের দিন 12 হাজার 885 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিত হয়েছেন 3 কোটি 43 লক্ষ 33 হাজার 754 জন ৷
তবে কমেছে করোনা সংক্রামিত মৃত্যু ৷ বুলেটিনে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় 221 জন মারা গিয়েছেন ৷ এর আগের দিন 461 জন মারা গিয়েছিলেন ৷ দেশে মোট 4 লক্ষ 59 হাজার 873 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷
আরও পড়ুন : Corona in Bengal : ন'শোর ঘরেই দৈনিক সংক্রমণ, মৃত 14
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 12 হাজার 165 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 15 হাজার 054 ৷ সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ সুস্থতার হার 98.23% ৷
- https://flo.uri.sh/visualisation/6198278/embed
তবে আজ সকাল 8টার রিপোর্টের হিসেবে গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা বেড়েছে ৷ এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 48 হাজার 922 জন ৷ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দেশের মোট সংক্রমণের 0.43% ৷
কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন 7 হাজার 545 জন ৷ মারা গিয়েছেন 136 জন ৷
বিগত 28 দিন ধরে করোনা দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে এবং 131 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷
এখনও পর্যন্ত দেশে 107 কোটি 70 লক্ষ 46 হাজার 116 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷