ETV Bharat / bharat

Corona Update in India: করোনা দৈনিক সংক্রমণ ফের 12 হাজার ছাড়াল, মৃত 42 - Corona Update in India

করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্য়া 12 হাজারেরও বেশি ৷ বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷

Corona Update
করোনা সংক্রমণ
author img

By

Published : Apr 22, 2023, 11:29 AM IST

Updated : Apr 22, 2023, 4:08 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল: করোনা সংক্রমণ আবারও বাড়ছে ৷ শনিবার সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 12 হাজার 193 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই সংখ্যাটা ছিল 11 হাজার 683 ৷ এ নিয়ে দেশে এখনও পর্যন্ত 4 কোটি 48 লক্ষ 81 হাজার 877 জন করোনায়আক্রান্ত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণের হার 6.17 শতাংশ ৷

দেশে দৈনিক সংক্রমণের দিক থেকে প্রথম কেরল ৷ দক্ষিণের এই রাজ্যটিতে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে 2 হাজার 413 জন ৷ তারপর আছে দিল্লি । এখানে 1 হাজার 758 জন আক্রান্ত হয়েছেন। এর পাশপাশি হরিয়ানায় 1 হাজার 348 জন, মহারাষ্ট্রে 993 জন, উত্তরপ্রদেশে 988 জন, রাজস্থানে 591 জন, কর্ণাটকে 537 জন, তামিলনাড়ুতে 528 জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 42 জনের ৷ এর মধ্যে শুধুমাত্র কেরলেই 13 জন প্রাণ হারিয়েছেন ৷ এ নিয়ে দেশে মোট 5 লক্ষ 31 হাজার 300 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ মৃত্যুর হার 1.18 শতাংশ ৷ অন্যদিকে, অ্যাকটিভ বা সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা 67 হাজার 556, যা মোট সংক্রমণের 0.15 শতাংশ ৷

24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 10 হাজার 765 জন ৷ এখনও পর্যন্ত 4 কোটি 42 লক্ষ 83 হাজার 21 জন করোনা থেকে সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.66 শতাংশ ৷ দেশে এখনও চলছে জাতীয় কোভিড টিকাকরণ প্রকল্প ৷ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী দেশে 220 কোটি 66 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ করোনা গ্রাফ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্য এর মোকাবিলায় নিজের নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

আরও পড়ুন: করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল

নয়াদিল্লি, 22 এপ্রিল: করোনা সংক্রমণ আবারও বাড়ছে ৷ শনিবার সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 12 হাজার 193 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই সংখ্যাটা ছিল 11 হাজার 683 ৷ এ নিয়ে দেশে এখনও পর্যন্ত 4 কোটি 48 লক্ষ 81 হাজার 877 জন করোনায়আক্রান্ত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণের হার 6.17 শতাংশ ৷

দেশে দৈনিক সংক্রমণের দিক থেকে প্রথম কেরল ৷ দক্ষিণের এই রাজ্যটিতে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে 2 হাজার 413 জন ৷ তারপর আছে দিল্লি । এখানে 1 হাজার 758 জন আক্রান্ত হয়েছেন। এর পাশপাশি হরিয়ানায় 1 হাজার 348 জন, মহারাষ্ট্রে 993 জন, উত্তরপ্রদেশে 988 জন, রাজস্থানে 591 জন, কর্ণাটকে 537 জন, তামিলনাড়ুতে 528 জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 42 জনের ৷ এর মধ্যে শুধুমাত্র কেরলেই 13 জন প্রাণ হারিয়েছেন ৷ এ নিয়ে দেশে মোট 5 লক্ষ 31 হাজার 300 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ মৃত্যুর হার 1.18 শতাংশ ৷ অন্যদিকে, অ্যাকটিভ বা সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা 67 হাজার 556, যা মোট সংক্রমণের 0.15 শতাংশ ৷

24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 10 হাজার 765 জন ৷ এখনও পর্যন্ত 4 কোটি 42 লক্ষ 83 হাজার 21 জন করোনা থেকে সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.66 শতাংশ ৷ দেশে এখনও চলছে জাতীয় কোভিড টিকাকরণ প্রকল্প ৷ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী দেশে 220 কোটি 66 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ করোনা গ্রাফ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্য এর মোকাবিলায় নিজের নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

আরও পড়ুন: করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল

Last Updated : Apr 22, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.