নয়াদিল্লি, 12 নভেম্বর : গত 24 ঘণ্টায় কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ শনিবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 11 হাজার 850 জন ৷ আগের দিন অর্থাৎ শুক্রবার সংখ্যাটি ছিল 12 হাজার 516 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 44 লক্ষ 26 হাজার 036 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷
সংক্রমণের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ এদিন সকালের রিপোর্ট অনুযায়ী 555 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ আগের দিন 501 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ এনিয়ে দেশে মোট 4 লক্ষ 63 হাজার 245 জন করোনা রোগী মারা গেলেন ৷ কেরালার পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে ৷ সেরাজ্যে গত 24 ঘণ্টায় 6 হাজার 674 জন সংক্রামিত হয়েছেন ৷ দেশে মৃত 555 জনের মধ্যে শুধুমাত্র এই রাজ্যেই 471 জনের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Corona in West Bengal : দৈনিক সংক্রমণ সাড়ে আটশোর উপরই, মৃত 13
তবে কমছে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৷ আজ প্রকাশিত রিপোর্টের পর সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 36 হাজার 308, যা মোট করোনা সংক্রামিত রোগীর 0.40 শতাংশ ৷ বিগত 268 দিনে এই সংখ্যা সর্বনিম্ন ৷
সকাল 8টার রিপোর্টে জানা গিয়েছে, 12 হাজার 403 জন রোগী সুস্থ হয়েছেন ৷ এনিয়ে দেশে মোট 3 কোটি 38 লক্ষ 26 হাজার 483 জন রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.26 শতাংশ, যা 2020-র মার্চ থেকে এপর্যন্ত সবচেয়ে বেশি ৷ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 58 লক্ষ 42 হাজার 530টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ এপর্যন্ত দেশে ভ্যাকসিনের 111 কোটি 40 লক্ষ 48 হাজার 134 সংখ্যক ডোজ দেওয়া হল ৷