ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ কমে 10 হাজারের ঘরে, কমেছে মৃ্ত্যু - কোভিড-19 ভ্যাকসিন

দৈনিক সংক্রমণ এখন 10 থেকে 12 হাজারের মধ্যেই ওঠানামা করছে ৷ গত 24 ঘণ্টায় সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 20, 2021, 10:06 AM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর : কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 302 জন ৷

এর আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 106 ৷ এনিয়ে দেশে মোট মোট করোনা সংক্রামিত হলেন 3 কোটি 44 লক্ষ 99 হাজার 925 জন ৷

সকালে প্রকাশিত রিপোর্টের জানানো হয়েছে গত 24 ঘণ্টায় 11 হাজার 787 জন সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 12 হাজার 789 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ মোট করোনা সংক্রামিত সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 39 লক্ষ 09 হাজার 708 ৷ সুস্থতার হার 98.29% ৷

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যু

কমেছে মৃত্যু ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 267 জন ৷ তার আগের দিন সংখ্যাটা ছিল 459 ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 65 হাজার 349 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রামিত হয়ে ৷

সকালে রিপোর্ট প্রকাশের পর দেশে সক্রিয় রোগীর (Active case) সংখ্যা 1 লক্ষ 24 হাজার 868, যা বিগত 531 দিনে সর্বনিম্ন এবং মোট সংক্রমণের 0.36%, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

কেরালায় সংক্রামিত হয়েছেন 5 হাজার 754 জন, মারা গিয়েছেন 204 জন ৷

বিগত 43 দিন ধরে একটানা 20 হাজারের নিচে এবং 146 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ ৷

আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত দেশে 115 কোটি 79 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর : কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 302 জন ৷

এর আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 106 ৷ এনিয়ে দেশে মোট মোট করোনা সংক্রামিত হলেন 3 কোটি 44 লক্ষ 99 হাজার 925 জন ৷

সকালে প্রকাশিত রিপোর্টের জানানো হয়েছে গত 24 ঘণ্টায় 11 হাজার 787 জন সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 12 হাজার 789 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ মোট করোনা সংক্রামিত সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 39 লক্ষ 09 হাজার 708 ৷ সুস্থতার হার 98.29% ৷

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যু

কমেছে মৃত্যু ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 267 জন ৷ তার আগের দিন সংখ্যাটা ছিল 459 ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 65 হাজার 349 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রামিত হয়ে ৷

সকালে রিপোর্ট প্রকাশের পর দেশে সক্রিয় রোগীর (Active case) সংখ্যা 1 লক্ষ 24 হাজার 868, যা বিগত 531 দিনে সর্বনিম্ন এবং মোট সংক্রমণের 0.36%, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

কেরালায় সংক্রামিত হয়েছেন 5 হাজার 754 জন, মারা গিয়েছেন 204 জন ৷

বিগত 43 দিন ধরে একটানা 20 হাজারের নিচে এবং 146 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ ৷

আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত দেশে 115 কোটি 79 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.