ETV Bharat / bharat

Corona in India : করোনা সংক্রমণ ফের 10 হাজারে - ভারতে করোনায় দৈনিক মৃত্যু

দৈনিক করোনা সংক্রমণ আগের থেকে কিছুটা কমেছে ৷ কিন্তু কখনও 10 হাজারে তো কখনও 9 হাজারের ঘরে নামছে সংক্রমণ ৷

Corona in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 26, 2021, 1:21 PM IST

নয়া দিল্লি, 26 নভেম্বর : আজ ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases) ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 10 হাজার 549 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

এর আগের দিন এই সংখ্যা ছিল 9 হাজার 119 ৷ এনিয়ে দেশে মোট 3 কোটি 45 লক্ষ 55 হাজার 431 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

বেড়েছে মৃত্যুও ৷ সকালের রিপোর্টে জানানো হয়েছে 488 জন করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন ৷ এর আগের দিন 396 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে 4 লক্ষ 67 হাজার 468 জন করোনা রোগী মারা গেলেন ৷

আরও পড়ুন : Bengal Covid Death Compensation: উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

সুস্থ হয়েছেন 9 হাজার 868 জন ৷ এখনও অবধি দেশে 4 লাখ 67 হাজার 468 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.33% ৷

তবে বহু দিন পর বাড়ল সক্রিয় রোগীর (active cases) সংখ্যা৷ দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 10 হাজার 133 জন, যা মোট সংক্রমণের 0.32% ৷

কেরালায় দৈনিক সংক্রমণ 5 হাজার 987 ৷ মৃত্যু হয়েছে 384 জনের ৷

এখনও পর্যন্ত দেশে 120 কোটি 27 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়া দিল্লি, 26 নভেম্বর : আজ ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases) ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 10 হাজার 549 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

এর আগের দিন এই সংখ্যা ছিল 9 হাজার 119 ৷ এনিয়ে দেশে মোট 3 কোটি 45 লক্ষ 55 হাজার 431 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

বেড়েছে মৃত্যুও ৷ সকালের রিপোর্টে জানানো হয়েছে 488 জন করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন ৷ এর আগের দিন 396 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে 4 লক্ষ 67 হাজার 468 জন করোনা রোগী মারা গেলেন ৷

আরও পড়ুন : Bengal Covid Death Compensation: উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

সুস্থ হয়েছেন 9 হাজার 868 জন ৷ এখনও অবধি দেশে 4 লাখ 67 হাজার 468 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.33% ৷

তবে বহু দিন পর বাড়ল সক্রিয় রোগীর (active cases) সংখ্যা৷ দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 10 হাজার 133 জন, যা মোট সংক্রমণের 0.32% ৷

কেরালায় দৈনিক সংক্রমণ 5 হাজার 987 ৷ মৃত্যু হয়েছে 384 জনের ৷

এখনও পর্যন্ত দেশে 120 কোটি 27 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.