ETV Bharat / bharat

Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারে, 259 দিনে সবচেয়ে কম

আসছে দীপাবলি ৷ দেশজুড়ে পালিত হবে এই উৎসব ৷ তার ঠিক আগে নিম্নমুখী করোনা সংক্রমণ ৷ আজও স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 2, 2021, 9:54 AM IST

Updated : Nov 2, 2021, 10:23 AM IST

নয়া দিল্লি, 2 নভেম্বর : কমছে দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে 10 হাজার 423 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন, যা বিগত 259 দিনে সর্বনিম্ন ৷ সুস্থ হয়েছেন 15 হাজার 21 জন ৷ এবং করোনা সংক্রমণে মারা গিয়েছেন 443 জন ৷ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷

আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশের দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারে নেমেছে, যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম ৷ আগের দিন এই সংখ্যা ছিল 12 হাজার 514 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 42 লক্ষ 96 হাজার 237 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 15 হাজার 21 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ আজকের হিসেব নিয়ে দেশে মোট 3 কোটি 36 লক্ষ 83 হাজার 581 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.21% ৷

আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট কমতেই রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত 725

তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ এর আগের দিন মৃত্যু হয়েছিল 251 জনের ৷ আজ সকালের বুলেটিন অনুযায়ী দেশে মোট 4 লক্ষ 58 হাজার 880 জন মারা গিয়েছেন ৷

কমছে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা, যা বিগত 250 দিনে আজ সর্বনিম্ন ৷ দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল 1 লক্ষ 53 হাজার 776 ৷ সক্রিয় রোগীর হার মোট দৈনিক করোনা সংক্রমণের 0.45% ৷

বিগত 25 দিন ধরে করোনা দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে আর 128 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

তবে দেশের দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক শুধুমাত্র কেরালাতেই ৷ এ রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 5 হাজার 297 জন ৷ মারা গিয়েছেন 368 জন ৷

আজ সকাল 8টা পর্যন্ত দেশে 106 কোটি 85 লক্ষ 71 হাজার 879 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়া দিল্লি, 2 নভেম্বর : কমছে দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে 10 হাজার 423 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন, যা বিগত 259 দিনে সর্বনিম্ন ৷ সুস্থ হয়েছেন 15 হাজার 21 জন ৷ এবং করোনা সংক্রমণে মারা গিয়েছেন 443 জন ৷ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷

আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশের দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারে নেমেছে, যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম ৷ আগের দিন এই সংখ্যা ছিল 12 হাজার 514 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 42 লক্ষ 96 হাজার 237 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 15 হাজার 21 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ আজকের হিসেব নিয়ে দেশে মোট 3 কোটি 36 লক্ষ 83 হাজার 581 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.21% ৷

আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট কমতেই রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত 725

তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ এর আগের দিন মৃত্যু হয়েছিল 251 জনের ৷ আজ সকালের বুলেটিন অনুযায়ী দেশে মোট 4 লক্ষ 58 হাজার 880 জন মারা গিয়েছেন ৷

কমছে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা, যা বিগত 250 দিনে আজ সর্বনিম্ন ৷ দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল 1 লক্ষ 53 হাজার 776 ৷ সক্রিয় রোগীর হার মোট দৈনিক করোনা সংক্রমণের 0.45% ৷

বিগত 25 দিন ধরে করোনা দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে আর 128 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

তবে দেশের দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক শুধুমাত্র কেরালাতেই ৷ এ রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 5 হাজার 297 জন ৷ মারা গিয়েছেন 368 জন ৷

আজ সকাল 8টা পর্যন্ত দেশে 106 কোটি 85 লক্ষ 71 হাজার 879 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Nov 2, 2021, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.