ETV Bharat / bharat

Corona in India : দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারে, 266 দিনে সর্বনিম্ন - করোনায় মৃত্য়ু

দীপাবলি উৎসবের পরেও দৈনিক সংক্রমণ 10 হাজারের আশপাশে ওঠানামা করছে ৷ তবে কেরালায় নতুন করে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 9, 2021, 12:49 PM IST

নয়া দিল্লি, 9 নভেম্বর : দেশের দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত ৷ আজ সকাল 8 টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 10 হাজার 126 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা বিগত 266 দিনে সর্বনিম্ন ৷

এর আগের দিন দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছিল 11 হাজার 451 ৷ তাই সংক্রমণ কিছুটা কমেছে ৷ এ পর্যন্ত মোট 3 কোটি 43 লক্ষ 77 হাজার 113 জন ভারতীয় করোনা সংক্রামিত হয়েছেন ৷

মৃতের সংখ্যা সামান্য বেড়েছে ৷ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 332 জনের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 266 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে মোট করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 43 লক্ষ 77 হাজার 113 ৷

আরও পড়ুন : Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

সুস্থ হয়েছেন 11 হাজার 982 জন করোনা সংক্রামিত রোগী ৷ এনিয়ে দেশে 3 কোটি 37 লক্ষ 75 হাজার 86 জন রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.25% ৷ কমেছে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 263 দিনে সবচেয়ে কম, যা মোট সংক্রমণের 0.41% ৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 40 হাজার 638 ৷

কেরালায় 5 হাজার 404 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 262 জন ৷

গত 32 দিন ধরে দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে এবং 135 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

এখনও পর্যন্ত দেশে মোট 109 কোটি 8 লক্ষ 16 হাজার 356 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 লক্ষ 8 হাজার 440 সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল ৷

নয়া দিল্লি, 9 নভেম্বর : দেশের দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত ৷ আজ সকাল 8 টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 10 হাজার 126 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা বিগত 266 দিনে সর্বনিম্ন ৷

এর আগের দিন দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছিল 11 হাজার 451 ৷ তাই সংক্রমণ কিছুটা কমেছে ৷ এ পর্যন্ত মোট 3 কোটি 43 লক্ষ 77 হাজার 113 জন ভারতীয় করোনা সংক্রামিত হয়েছেন ৷

মৃতের সংখ্যা সামান্য বেড়েছে ৷ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 332 জনের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 266 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে মোট করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 43 লক্ষ 77 হাজার 113 ৷

আরও পড়ুন : Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

সুস্থ হয়েছেন 11 হাজার 982 জন করোনা সংক্রামিত রোগী ৷ এনিয়ে দেশে 3 কোটি 37 লক্ষ 75 হাজার 86 জন রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.25% ৷ কমেছে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 263 দিনে সবচেয়ে কম, যা মোট সংক্রমণের 0.41% ৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 40 হাজার 638 ৷

কেরালায় 5 হাজার 404 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 262 জন ৷

গত 32 দিন ধরে দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে এবং 135 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

এখনও পর্যন্ত দেশে মোট 109 কোটি 8 লক্ষ 16 হাজার 356 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 লক্ষ 8 হাজার 440 সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.