ETV Bharat / bharat

Corona Update in India: করোনায় আক্রান্ত 5 হাজার 676, মৃত 21

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ বিগত কয়েকদিনে সংক্রমণ 5 হাজার থেকে 6 হাজারের মধ্যে ঘোরাফেরা করছে ৷ 8 এপ্রিলে প্রকাশিত রিপোর্টে 6 হাজার ছাড়িয়েছিল ৷ কিন্তু দুশ্চিন্তা কারণ করোনায় মৃতের সংখ্যা ৷

Corona Cases
করোনা সংক্রমণ
author img

By

Published : Apr 11, 2023, 12:09 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: করোনাভাইরাস যে যায়নি, বছরের প্রথম দিকেই তার প্রমাণ মিলছে ৷ বাড়ছে দৈনিক সংক্রমণ, পাশাপাশি ফিরছে মৃত্যু ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 5 হাজার 676 জন ৷ এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 47 লক্ষ 68 হাজার 172 ৷ দৈনিক সংক্রমণের হার 2.88 শতাংশ ৷

দৈনিক সংক্রমণে শীর্ষে কেরল ৷ দক্ষিণের এই রাজ্যে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে
2 হাজার 273 জন ৷ এরপর দিল্লিতে 484 জন, তামিলনাড়ুতে 386 জন, মহারাষ্ট্রে 328, হরিয়ানায় 325 জন, গুজরাতে 212 জন, রাজস্থানে 197 জন, কর্ণাটকে 191 জন, ওড়িশায় 141 জন কোভিড আক্রান্ত হয়েছে ৷ সবচেয়ে কম লাদাখে মাত্র 1 জন, নাগাল্যান্ডে 2 জন ও সিকিমে 3 জন ৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 7 জন করোনায় সংক্রমিত হয়েছে ৷

সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃত্যু ৷ শুধুমাত্র 24 ঘণ্টায় দেশে মারা গিয়েছেন 21 জন ৷ দিল্লি, পঞ্জাব ও রাজস্থান- প্রতিটি রাজ্যে 3 জন, কর্ণাটকে 2 জন, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে 1 জন করে, কেরলে 6 জন করোনারোগীর মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে 5 লক্ষ 31 হাজার জন রোগী করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷

সক্রিয় রোগীর সংখ্যা 37 হাজার ছাড়িয়ে 37 হাজার 93 জনে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.08 শতাংশ ৷ সুস্থ রোগীর সংখ্যা 3 হাজার 761 ৷ এখনও পর্যন্ত 4 কোটি 42 লক্ষ 79 জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 98.73% ৷ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত 220 কোটি 66 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ আজ থেকে বৃহন্মুম্বই পৌরনিগমের হাসপাতালগুলিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷

আরও পড়ুন: গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 6 হাজার 155, মৃত 11

নয়াদিল্লি, 11 এপ্রিল: করোনাভাইরাস যে যায়নি, বছরের প্রথম দিকেই তার প্রমাণ মিলছে ৷ বাড়ছে দৈনিক সংক্রমণ, পাশাপাশি ফিরছে মৃত্যু ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 5 হাজার 676 জন ৷ এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 47 লক্ষ 68 হাজার 172 ৷ দৈনিক সংক্রমণের হার 2.88 শতাংশ ৷

দৈনিক সংক্রমণে শীর্ষে কেরল ৷ দক্ষিণের এই রাজ্যে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে
2 হাজার 273 জন ৷ এরপর দিল্লিতে 484 জন, তামিলনাড়ুতে 386 জন, মহারাষ্ট্রে 328, হরিয়ানায় 325 জন, গুজরাতে 212 জন, রাজস্থানে 197 জন, কর্ণাটকে 191 জন, ওড়িশায় 141 জন কোভিড আক্রান্ত হয়েছে ৷ সবচেয়ে কম লাদাখে মাত্র 1 জন, নাগাল্যান্ডে 2 জন ও সিকিমে 3 জন ৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 7 জন করোনায় সংক্রমিত হয়েছে ৷

সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃত্যু ৷ শুধুমাত্র 24 ঘণ্টায় দেশে মারা গিয়েছেন 21 জন ৷ দিল্লি, পঞ্জাব ও রাজস্থান- প্রতিটি রাজ্যে 3 জন, কর্ণাটকে 2 জন, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে 1 জন করে, কেরলে 6 জন করোনারোগীর মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে 5 লক্ষ 31 হাজার জন রোগী করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷

সক্রিয় রোগীর সংখ্যা 37 হাজার ছাড়িয়ে 37 হাজার 93 জনে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.08 শতাংশ ৷ সুস্থ রোগীর সংখ্যা 3 হাজার 761 ৷ এখনও পর্যন্ত 4 কোটি 42 লক্ষ 79 জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 98.73% ৷ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত 220 কোটি 66 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ আজ থেকে বৃহন্মুম্বই পৌরনিগমের হাসপাতালগুলিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷

আরও পড়ুন: গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 6 হাজার 155, মৃত 11

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.