নয়াদিল্লি, 6 মে : দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 4 লাখের বেশি ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 980 জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 4 লাখ 12 হাজার 262 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 10 লাখ 77 হাজার 410 ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 3 হাজার 980 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23 লাখ 1 হাজার 68 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 35 লাখ 66 হাজার 398 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1 কোটি 72 লাখ 80 হাজার 844 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 16 কোটি 25 লাখ 13 হাজার 339 জনের ৷
আরও পড়ুন, নীতি পুনর্বিবেচনা জরুরি
করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 57 হাজার 640 জন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 920 জনের ৷ সংক্রমিতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই আছে কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি ৷ গত 24 ঘণ্টায় কর্নাটকে 50 হাজার 112 জন, কেরালায় 41 হাজার 953 জন আক্রান্ত হয়েছেন ৷