ETV Bharat / bharat

102 দিনে দেশে সর্বাধিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র - কোভিড 19

দেশে গত 102 দিনে সর্বাধিক কোভিডে আক্রান্ত হলেন বুধবার ৷ গত 24 ঘণ্টায় 35,871 জন করোনায় সংক্রমিত হয়েছেন ৷ চিন্তা এতটুকু কমেনি মহারাষ্ট্র নিয়ে ৷

India records 35,871 fresh coronavirus cases, highest in 102 days
102 দিনে দেশে সর্বাধিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র
author img

By

Published : Mar 18, 2021, 9:59 AM IST

নয়াদিল্লি, 18 মার্চ: ক্রমেই ভয়ংকর হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি ৷ রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 35,871 জন ৷ গত 102 দিনে এই সংখ্যাটা সর্বাধিক ৷ দেশের সংক্রমণের 64 শতাংশই মহারাষ্ট্রের ৷

গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে সংক্রমিত হয়েছেন 23,179 জন ৷ গত 6 মাসে এটাই সেখানে সর্বাধিক সংক্রমণ ৷ গত 17 সেপ্টেম্বর মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিলেন 24,619 জন ৷ মার্চ মাসে এখনও পর্যন্ত সেখানে দৈনিক সংক্রমণ চার গুণ বেড়েছে ৷ তবে শুধু মহারাষ্ট্রই নয়, 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমিত হয়েছে বুধবার ৷

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,59,216 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 172 জনের ৷ মোট সংক্রমিত 1.14 কোটি ৷ বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 2,52,364 ৷ এখনও পর্যন্ত দেশে কোভিড টিকা নিয়েছেন 3,71,43,255 জন ৷

আরও পড়ুন: করোনা রোধে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, নেই মমতা

প্রথম দফায় দেশের স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের বিনামূল্যে টিকাকরণ করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এরপর শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এই পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এবং 45 বছরের উপরে থাকা যাঁদের কোমর্বিডিটিজ় রয়েছে, তাঁদের টিকাকরণ চলছে ৷ সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলছে টিকা এবং বেসরকারি হাসপাতালে 250টাকা করে নেওয়া হচ্ছে কোভিড টিকার জন্য ৷ মানুষকে টিকাগ্রহণের মাধ্যমে করোনাকে পরাজিত করার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন রাজ্যের করোনা সংক্রমণবৃদ্ধির মোকাবিলায় বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন তিনি ৷

নয়াদিল্লি, 18 মার্চ: ক্রমেই ভয়ংকর হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি ৷ রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 35,871 জন ৷ গত 102 দিনে এই সংখ্যাটা সর্বাধিক ৷ দেশের সংক্রমণের 64 শতাংশই মহারাষ্ট্রের ৷

গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে সংক্রমিত হয়েছেন 23,179 জন ৷ গত 6 মাসে এটাই সেখানে সর্বাধিক সংক্রমণ ৷ গত 17 সেপ্টেম্বর মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিলেন 24,619 জন ৷ মার্চ মাসে এখনও পর্যন্ত সেখানে দৈনিক সংক্রমণ চার গুণ বেড়েছে ৷ তবে শুধু মহারাষ্ট্রই নয়, 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমিত হয়েছে বুধবার ৷

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,59,216 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 172 জনের ৷ মোট সংক্রমিত 1.14 কোটি ৷ বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 2,52,364 ৷ এখনও পর্যন্ত দেশে কোভিড টিকা নিয়েছেন 3,71,43,255 জন ৷

আরও পড়ুন: করোনা রোধে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, নেই মমতা

প্রথম দফায় দেশের স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের বিনামূল্যে টিকাকরণ করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এরপর শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এই পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এবং 45 বছরের উপরে থাকা যাঁদের কোমর্বিডিটিজ় রয়েছে, তাঁদের টিকাকরণ চলছে ৷ সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলছে টিকা এবং বেসরকারি হাসপাতালে 250টাকা করে নেওয়া হচ্ছে কোভিড টিকার জন্য ৷ মানুষকে টিকাগ্রহণের মাধ্যমে করোনাকে পরাজিত করার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন রাজ্যের করোনা সংক্রমণবৃদ্ধির মোকাবিলায় বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.