দিল্লি, 26 ডিসেম্বর : দেশে নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যা 22 হাজার 272 জন ৷ গতকাল আক্রান্ত হয়েছিল 23 হাজার 67 জন । দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 1 লাখ 69 হাজার 118 জন ৷
দেশে দৈনিক মৃত্যু অনেকটাই কম । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে,24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 251 জনের । এই নিয়ে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 343 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 22 হাজার 274 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 97 লাখ 40 হাজার 108 জন ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 81 হাজার 667 জন ৷
কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরেই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও 8 লাখ ।
আরও পড়ুন, সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী, গত 24 ঘণ্টায় সুস্থ 24 হাজার 661
28 সেপ্টেম্বর দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছিল 60 লাখ ৷ 11 অক্টোবর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 70 লাখে ৷ 29 অক্টোবর ছিল 80 লাখের বেশি ৷ 20 নভেম্বর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 90 লাখে ৷ তারপরই 19 ডিসেম্বর দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ায় 1 কোটি ৷