নয়াদিল্লি, 9 মার্চ : আবারও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ ৷ যা নিয়ে ফের একবার কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানানো হল ভারতের তরফে ৷ ভারতে কৃষকদের নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ব্রিটিশ সংসদে আলোচনা হয় ৷ যার ভিডিও ফুটেজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়েছে ৷ আর তারই প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে লন্ডনের ভারতীয় হাই কমিশন ৷ যেখানে কোনওরম সুদৃঢ় তথ্য ছাড়া এক তরফা এই আলোচনার নিন্দা করা হয়েছে ৷
ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, ‘‘আফসোস যে, সম্পূর্ণ ভারসাম্যহীন একটি বিতর্কে সুদৃঢ় কোনও তথ্য ছাড়াই, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে ৷’’ সেখানে এও বলা হয়েছে যে, ‘‘বিদেশি সংবাদমাধ্যম, এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যমও ভারতে কৃষি আন্দোলনের জায়গায় উপস্থিত রয়েছে ৷ আর তারা প্রথম থেকেই পুরো বিষয়টিকে দেখেছে ৷ আর সংবাদমাধ্যেমের স্বাধীনতা খর্ব করার কোনও প্রশ্নই ওঠে না ৷’’ সব মিলিয়ে ব্রিটিশ সংসদে ভারতের কৃষক আন্দোলনের উপর হওয়া আলোচনা সভা নিয়ে নয়াদিল্লি যে একেবারেই খুশি নয়, তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, সোমবার কৃষক অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটি আলোচনা চলে ব্রিটিশ সংসদে ৷ যেখানে লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল দলের একাধিক সদস্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ যেখানে কৃষকদের আন্দোলন নিয়ে ভারত সরকারের মন্তব্যের সমালোচনা করা হয়েছে ৷ এমনকি সেখানে এও বলা হয়েছে, ‘‘দুই দেশের প্রধানমন্ত্রীরা যখন ব্যক্তিগত স্তরে সাক্ষাৎ করবেন, তখন বিষয়টি উত্থাপন করা হবে ৷’’
আরও পড়ুন : কৃষক আন্দোলন নিয়ে বিদেশি টুইটে ষড়যন্ত্রের অভিযোগ বিদেশমন্ত্রীর
এই আলোচনার প্রস্তাবটি দেওয়া হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা গুর্চ সিং-র তরফ থেকে ৷ আলোচনার জন্য এই আবেদনে এক সপ্তাহেরও কম সময়ে লক্ষাধিক ব্রিটিশ নাগরিককে দিয়ে সই করানো হয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, শুধুই ব্রিটিশ সংসদে যে এই আলোচনা করা হয়েছে তা নয় ৷ এর আগে ভারতের কৃষি আইন নিয়ে চলা এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ সেই সময়ও ভারতের ব্রিটিশ মন্ত্রকের তরফে প্রতিবাদ জানানো হয়েছিল ৷ এমনকি ব্রিটিশ সরকারকে এমনও বার্তা দেওয়া হয়েছিল, যে এমন কোনও মন্তব্য না করা হয়, যার প্রভাব ভারত এবং ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে পড়ে ৷ তবে, ভারতের সেই সতর্কবার্তায় যে ব্রিটিশ সরকার তেমন গুরুত্ব দেয়নি ৷ তা সোমবারের ঘটনাতেই স্পষ্ট ৷