দুবাই, 1 ডিসেম্বর: 2028 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন বা সিওপি33 ভারতে আয়োজনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুবাইতে জলবায়ু সম্মেলনে এই প্রস্তাব দেওয়ার পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে কার্বন সিঙ্ক তৈরির উপর জোর দিয়ে গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ চালু করেন তিনি ।
দুবাইতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনের সময় রাষ্ট্র ও সরকারের প্রধানদের জন্য উচ্চ-স্তরের সেগমেন্টে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, ভারত বিশ্বের কাছে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি দুর্দান্ত উদাহরণ উপস্থাপন করেছে । মোদির দাবি, ভারত বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের অবনতি এড়াতে বিশ্ব উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার জাতীয় পরিকল্পনা বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের পথে সঠিক ভাবে কাজ করছে ৷
সিওপি 28-এর প্রেসিডেন্ট সুলতান আল জাবের এবং রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তনের প্রেসিডেন্ট সাইমন স্টিলের সঙ্গে নরেন্দ্র মোদিই একমাত্র নেতা, যিনি এ দিনের উদ্বোধনী প্লেনারিতে যোগদান করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশমন এবং অভিযোজনের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন যে, সারা বিশ্বে শক্তির স্থানান্তর অবশ্যই ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে । তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান ।
লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট (লাইফ মুভমেন্ট)-এর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দেশগুলিকে গ্রহ-বান্ধব জীবনযাপনের অভ্যাস গ্রহণ করতে এবং গভীরভাবে ভোগবাদী আচরণ থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানিয়েছেন ।
তিনি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির একটি গবেষণার উদ্ধৃতি তুলে ধরে বলেন, এই পদ্ধতির ফলে কার্বন নিঃসরণ 2 বিলিয়ন টন কমানো সম্ভব । প্রধানমন্ত্রী মোদি বলেন, সকলের স্বার্থ রক্ষা করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সকলের অংশগ্রহণ প্রয়োজন । (সংবাদসংস্থা পিটিআই)
আরও পড়ুন: