নয়াদিল্লি, 25 মার্চ : এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে করোনা সংক্রমণের দ্বিতীয় স্রোতের শিখরে থাকবে ভারত ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার করা এক সমীক্ষায় এমনটাই জানানো হয়েছে ৷ সমীক্ষায় বলা হয়েছে, 15 ফেব্রুয়ারির পর থেকে ভারতে করোনার দ্বিতীয় স্রোত শুরু হয়েছে ৷ যে সংক্রমণ আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সবচেয়ে বেশি থাকবে ৷ যা অন্তত 100 দিনের মতো বজায় থাকবে ৷
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাস থেকে ভারতে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে ৷ যা বর্তমানে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ শেষ 24 ঘণ্টায় দেশে 53 হাজারে বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ৷ যা গত বছর অক্টোবর মাসের পর থেকে সর্বাধিক ৷ এই পরিস্থিতিতে করোনার এই দ্বিতীয় স্রোত আবারও দেশবাসীকে চরম ভোগান্তির দিকে ঠেলে দেবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : শেষ পাঁচ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত 53 হাজার 476
এসবিআই-এর প্রকাশ করা 28 পাতার রিপোর্টে এও বলা হয়েছে, গত 23 মার্চ পর্যন্ত যে হারে করোনার সংক্রমণ হয়েছে ৷ তা বজায় থাকলে নতুন করে 25 লক্ষ মানুষ করোনা সংক্রমিত হতে পারেন ৷ যা খুব একটা ভালো লক্ষ্মণ নয় বলেই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ এই সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচাতে গণটিকাকরণই একমাত্র পথ বলে বলা হয়েছে ৷ এসবিআই-এর এই সমীক্ষায় এও বলা হয়েছে যে, বর্তমান সংক্রমণের হার অনুযায়ী দেশের বহু রাজ্যে আগামী মাসে এমন সময়ে আবারও লক ডাউন করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ৷ যার প্রভাব সরাসরি ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর পড়বে ৷