ETV Bharat / bharat

BF.7 Variant Scare: চিন-সহ 6 দেশ থেকে ভারতে আসতে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট, নির্দেশ কেন্দ্রের - ভারতে কোভিড সংক্রমণ

করোনা সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের ৷ 1 জানুয়ারি থেকে চিন-সহ 6 দেশ থেকে ভারতে আসতে বাধ্যতামূলকভাবে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট (India makes negative Covid report mandatory for flyers from six countries)৷

ETV Bharat
করোনা সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্র
author img

By

Published : Dec 29, 2022, 8:01 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে ফের দাপাদাপি শুরু করেছে করোনা সংক্রমণ ৷ যার কেন্দ্রে রয়েছে সেই চিন ৷ ভারতে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে ৷ কোভিডের পরবর্তী কোনও ঢেউ এখনই এদেশে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে অন্যান্য কয়েকটি দেশে বেড়ে চলা সংক্রমণ পরিস্থিতি দেখে আগাম বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই তালিকাতে সংযোজিত হল নয়া নিয়ম ৷ চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে কেউ ভারতে এলে তাঁর সঙ্গে বাধ্যতামূলকভাবে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট (India makes negative Covid report mandatory for flyers from China)৷

1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এই 6টি দেশ থেকে ভারতগামী বিমান থেকে উঠতে হলে বিমান ছাড়ার আগে এয়ার সুবিধা পোর্টালে যাত্রীদের তাঁদের আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে ৷ যাত্রার শুরুর সর্বাধিক 72 ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে ৷ তার আগে করানো রিপোর্ট গ্রাহ্য হবে না (India makes negative Covid report mandatory for flyers from six countries) ৷

আরও পড়ুন: রাজ্যে টিকার ভাঁড়ার প্রায় শূন্য, চিন্তিত প্রশাসন

উল্লেখ্য, বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের ব়্যানডম করোনা পরীক্ষা ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিতে শুরু হয়েছে ৷ একটি বিমানের যাত্রী সংখ্যার 2 শতংশের আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে ৷ করোনা সংক্রমণ বাড়লে তা সামাল দেওয়ার জন্য হাসপাতালগুলি যাতে প্রস্তুত থাকে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই মক ড্রিল করা হয়েছে ৷ খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালগুলিতে অক্সিজেনের সাপ্লাই, অক্সিজেন সিলিন্ডারের যোগান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সংখ্যা থেকে শুরু করে কোভিড ওয়ার্ড ও বেডের সংখ্যাও ৷

গত 24 ঘণ্টার দেশে 268 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে (COVID situation in India) ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 552 জন ৷ ভারতে এই মুহূর্তে দৈনিক করোনা সংক্রমণের হার 0.11 শতাংশ ৷ সাপ্তাহিক কোভিড সংক্রমণের হার 0.17 শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে যাতে নতুন করে আবার কোভিডের প্রকোপ না-বাড়ে তার জন্য বুস্টার ডোজ প্রাপকের সংখ্যা বাড়াতে চাইছে কেন্দ্র ৷ এখনও বাধ্যতামূলক করা না-হলেও ফের মাস্ক পরতে ও হাত ধোয়ার অভ্যাস শুরু করার অনুরোধ দেশবাসীকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে ফের দাপাদাপি শুরু করেছে করোনা সংক্রমণ ৷ যার কেন্দ্রে রয়েছে সেই চিন ৷ ভারতে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে ৷ কোভিডের পরবর্তী কোনও ঢেউ এখনই এদেশে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে অন্যান্য কয়েকটি দেশে বেড়ে চলা সংক্রমণ পরিস্থিতি দেখে আগাম বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই তালিকাতে সংযোজিত হল নয়া নিয়ম ৷ চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে কেউ ভারতে এলে তাঁর সঙ্গে বাধ্যতামূলকভাবে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট (India makes negative Covid report mandatory for flyers from China)৷

1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এই 6টি দেশ থেকে ভারতগামী বিমান থেকে উঠতে হলে বিমান ছাড়ার আগে এয়ার সুবিধা পোর্টালে যাত্রীদের তাঁদের আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে ৷ যাত্রার শুরুর সর্বাধিক 72 ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে ৷ তার আগে করানো রিপোর্ট গ্রাহ্য হবে না (India makes negative Covid report mandatory for flyers from six countries) ৷

আরও পড়ুন: রাজ্যে টিকার ভাঁড়ার প্রায় শূন্য, চিন্তিত প্রশাসন

উল্লেখ্য, বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের ব়্যানডম করোনা পরীক্ষা ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিতে শুরু হয়েছে ৷ একটি বিমানের যাত্রী সংখ্যার 2 শতংশের আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে ৷ করোনা সংক্রমণ বাড়লে তা সামাল দেওয়ার জন্য হাসপাতালগুলি যাতে প্রস্তুত থাকে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই মক ড্রিল করা হয়েছে ৷ খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালগুলিতে অক্সিজেনের সাপ্লাই, অক্সিজেন সিলিন্ডারের যোগান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সংখ্যা থেকে শুরু করে কোভিড ওয়ার্ড ও বেডের সংখ্যাও ৷

গত 24 ঘণ্টার দেশে 268 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে (COVID situation in India) ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 552 জন ৷ ভারতে এই মুহূর্তে দৈনিক করোনা সংক্রমণের হার 0.11 শতাংশ ৷ সাপ্তাহিক কোভিড সংক্রমণের হার 0.17 শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে যাতে নতুন করে আবার কোভিডের প্রকোপ না-বাড়ে তার জন্য বুস্টার ডোজ প্রাপকের সংখ্যা বাড়াতে চাইছে কেন্দ্র ৷ এখনও বাধ্যতামূলক করা না-হলেও ফের মাস্ক পরতে ও হাত ধোয়ার অভ্যাস শুরু করার অনুরোধ দেশবাসীকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.