ETV Bharat / bharat

চিনা জওয়ানকে ফেরত পাঠাল ভারত - People's Liberation Army

পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত ।

চিনা জওয়ানকে ফেরত পাঠাল ভারত
চিনা জওয়ানকে ফেরত পাঠাল ভারত
author img

By

Published : Jan 11, 2021, 11:57 AM IST

Updated : Jan 11, 2021, 1:22 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত । চিনা সেনার ওই জওয়ান 8 জানুয়ারি লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল । আজ চুশূল-মলডো সীমান্ত দিয়ে তাঁকে চিনের ফেরত পাঠায় ভারত ।

আধিকারিক সূত্রে খবর, আজ সকাল 10 টা নাগাদ ওই জওয়ানকে চিনের কাছে ফেরত পাঠানো হয় । 8 জানুয়ারি ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ওই জওয়ান । এরপর ভারতীয় সেনা তাঁকে গ্রেপ্তার করে ।

পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের বাতাবরণ শুরু হওয়ার পর থেকে আট মাস কেটে গেছে । উত্তেজনার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি । এর আগেও অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের দিকে চলে এসেছিলেন একজন চিনা জওয়ান । তাঁকেও পিপল'স লিবারেশন আর্মির হাতে তুলে দিয়েছিল ভারতীয় সেনা ।

আরও পড়ুন : আটক চিনা সৈন্যকে PLA-র হাতে তুলে দিল ভারত

উল্লেখ্য, 8 জানুয়ারি যে চিনা জওয়ান ভারতে ঢুকে পড়েছিল তাঁকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিল বেজিং । এরপর আজ সকালে পিপলস লিবারেশন আর্মির ওই জওয়ানকে ফেরত পাঠায় দিল্লি ।

দিল্লি, 11 জানুয়ারি : পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত । চিনা সেনার ওই জওয়ান 8 জানুয়ারি লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল । আজ চুশূল-মলডো সীমান্ত দিয়ে তাঁকে চিনের ফেরত পাঠায় ভারত ।

আধিকারিক সূত্রে খবর, আজ সকাল 10 টা নাগাদ ওই জওয়ানকে চিনের কাছে ফেরত পাঠানো হয় । 8 জানুয়ারি ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ওই জওয়ান । এরপর ভারতীয় সেনা তাঁকে গ্রেপ্তার করে ।

পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের বাতাবরণ শুরু হওয়ার পর থেকে আট মাস কেটে গেছে । উত্তেজনার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি । এর আগেও অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের দিকে চলে এসেছিলেন একজন চিনা জওয়ান । তাঁকেও পিপল'স লিবারেশন আর্মির হাতে তুলে দিয়েছিল ভারতীয় সেনা ।

আরও পড়ুন : আটক চিনা সৈন্যকে PLA-র হাতে তুলে দিল ভারত

উল্লেখ্য, 8 জানুয়ারি যে চিনা জওয়ান ভারতে ঢুকে পড়েছিল তাঁকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিল বেজিং । এরপর আজ সকালে পিপলস লিবারেশন আর্মির ওই জওয়ানকে ফেরত পাঠায় দিল্লি ।

Last Updated : Jan 11, 2021, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.