নয়াদিল্লি, 3 অগস্ট: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 5জি পরিষেবা দেবে ভারত এবং বিশ্বে তা প্রথম, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ডিজিটাল মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং অন্য দেশগুলিকে নেতৃত্ব দিচ্ছে, সংবাদসংস্থাকে জানান তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (India first country to deliver indigenous 5G, says MoS Rajeev Chandrasekhar) ৷
ভারতই প্রথম নিজস্ব পদ্ধতিতে তৈরি 5জি পরিষেবা দিতে চলেছে ৷ 5জি নেটওয়ার্ক এবং 5জি জেনারেশনের ডিজাইন, সবটাই ভারতের ৷ রাজীব বলেন, "এখন 5জির জন্য যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তা আগে কখনও করা হয়নি ৷ 2জি, 3জি এবং 4জি নেটওয়ার্কের সময় সবকিছু দেশের বাইরে থেকে আনতে হয়েছে ৷ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে কেন্দ্রীয় সরকারের থেকে আমরা দেড় লক্ষ কোটি টাকা পাচ্ছি ৷"
নতুন ইন্টারনেট পরিষেবা নিয়ে তিনি জানালেন 5জি একটা মাইলফলক ৷ তাঁর দাবি, "অন্য দেশে যখন এই পরিষেবার অবস্থা খারাপ, তখন আমরা দুনিয়াকে দেখাচ্ছি, কত ধরনের স্পেকট্রাম আছে ৷ আমরা পঞ্চম প্রজন্মের ওয়ারলেস প্রযুক্তিকে দেশে কার্যকর করব জিও, এয়ারটেল এবং অন্য কোম্পানিগুলির মাধ্যমে ৷ এরা দেশের মানুষকে নতুন ইন্টারনেট পরিষেবা দেবে ৷"
-
We are ready to roll-out the World’s Most Advanced 5G Network across India and to make India the global leader in Digital Connectivity and Digital Solutions.#5GAuction #5G #JioDigitalLife #JioTogether pic.twitter.com/fSF2RGbCcQ
— Reliance Jio (@reliancejio) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are ready to roll-out the World’s Most Advanced 5G Network across India and to make India the global leader in Digital Connectivity and Digital Solutions.#5GAuction #5G #JioDigitalLife #JioTogether pic.twitter.com/fSF2RGbCcQ
— Reliance Jio (@reliancejio) August 1, 2022We are ready to roll-out the World’s Most Advanced 5G Network across India and to make India the global leader in Digital Connectivity and Digital Solutions.#5GAuction #5G #JioDigitalLife #JioTogether pic.twitter.com/fSF2RGbCcQ
— Reliance Jio (@reliancejio) August 1, 2022
আরও পড়ুন: মিলল স্পেকট্রাম নিলামের অনুমোদন, দশগুণ শক্তিশালী হয়ে শীঘ্রই আত্মপ্রকাশ 5জি'র
2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়া চালু করেন ৷ সেই সময় মন্ত্রী শ্রোতার আসনে বসে ছিলেন ৷ তিনি বলেন, "আমি তাঁর কথা শুনেছিলাম ৷ কিন্তু কোনও ধারণা ছিল না যে মাত্র 5-6 বছরের মধ্যে আমাদের দেশ এতটা উন্নতি করবে ৷" এখন জিও 4জি-র গতি, স্কেল এবং সামাজিক প্রভাব দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না ৷ 5জি সেক্টরে জিও টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ ইতিমধ্যে অম্বানি গোষ্ঠীর জিও তা ঘোষণাও করেছে ৷
সম্প্রতি দেশে রিল্যায়ান্স জিও 88 হাজার 78 কোটি টাকা দিয়ে 5জি স্পেকট্রাম কিনেছে ৷ এই স্পেকট্রামে জিও-র অংশীদারি 50 শতাংশেরও বেশি ৷ সংস্থা জানিয়েছে, তারা 5জি নেটওয়ার্ক পরিষেবা দেবে এবং তা পুরোপুরি দেশে তৈরি ৷