ETV Bharat / bharat

PM Modi on Telecom Technology: ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রপ্তানিকারক হয়ে উঠছে, দাবি মোদির

ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রপ্তানিকারক (Big exporter of telecom technology) হয়ে উঠছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Telecom Technology)৷

PM Modi ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 22, 2023, 6:15 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: কয়েক বছর আগেও দেশ টেলিকম প্রযুক্তিতে শুধু ব্যবহারকারী ছিল ৷ তবে বর্তমানে এ ক্ষেত্রে ভারত বড় রফতানিকারক হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে ৷ বুধবার নয়াদিল্লিতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Telecom Technology)৷

রাজধানীতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারের উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ভারত এমন একটি দেশ যেটি দ্রুত গতিতে 5জি মোবাইল প্রযুক্তি চালু করেছে । 5জি চালু হওয়ার 120 দিনের মধ্যে 125টি শহরে এই পরিষেবা সম্প্রসারিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী (Big exporter of telecom technology)। তিনি বলেন, "5জি প্রযুক্তি চালু হওয়ার 6 মাসের মধ্যে আমরা 6জি সম্পর্কে কথা বলছি ৷" এটা দেশের আস্থার পরিচয় দেয় বলে মত তাঁর ।

মোদি এ দিন বলেছেন, 4জি-এর আগে, ভারত শুধুমাত্র টেলিকম প্রযুক্তির ব্যবহারকারী ছিল, কিন্তু এখন ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির একটি বড় রপ্তানিকারক হয়ে উঠছে ৷ মোদি আরও ঘোষণা করেছেন যে, আগামী দিনে ভারত 100টি নতুন 5জি ল্যাব স্থাপন করবে । এই ল্যাবগুলি ভারতের অনন্য চাহিদা অনুযায়ী 5জি অ্যাপ্লিকেশন বিকাশে সহায়তা করবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে মিস্টার এ, কার দিকে ইঙ্গিত মহুয়ার ?

ভারতের টেলিকম এবং ডিজিটাল মডেলটি মসৃণ, সুরক্ষিত, স্বচ্ছ ও বিশ্বস্ত বলে দাবি করেন প্রধানমন্ত্রী ৷ দেশের টেলিকম সাফল্যের গল্পের কথা বলতে গিয়ে মোদি বলেন যে, 2014 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 25 কোটি থেকে বেড়ে 85 কোটিতে পৌঁছেছে যার সংখ্যাগরিষ্ঠই গ্রামীণ এলাকায় । গত নয় বছরে সরকারি ও বেসরকারি খাত মিলে 25 লাখ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে বলে জানান তিনি । মোদি এ দিন ভারত 6জি ভিশন ডকুমেন্টের উন্মোচন করেন এবং 6জি আর অ্যান্ড ডি-এর উদ্বোধন করেন ৷

আইটিইউ হল জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য বিশেষায়িত সংস্থা (আইসিটি)। জেনেভাতে এর সদর দফতর ৷ এছাড়াও এটির গ্রাউন্ড অফিস, আঞ্চলিক অফিস এবং এলাকা অফিসের নেটওয়ার্ক রয়েছে । ভারত 2022 সালের মার্চ মাসে একটি এলাকা অফিস প্রতিষ্ঠার জন্য আইটিইউ-এর সঙ্গে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করেছে ।

নয়াদিল্লি, 22 মার্চ: কয়েক বছর আগেও দেশ টেলিকম প্রযুক্তিতে শুধু ব্যবহারকারী ছিল ৷ তবে বর্তমানে এ ক্ষেত্রে ভারত বড় রফতানিকারক হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে ৷ বুধবার নয়াদিল্লিতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Telecom Technology)৷

রাজধানীতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারের উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ভারত এমন একটি দেশ যেটি দ্রুত গতিতে 5জি মোবাইল প্রযুক্তি চালু করেছে । 5জি চালু হওয়ার 120 দিনের মধ্যে 125টি শহরে এই পরিষেবা সম্প্রসারিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী (Big exporter of telecom technology)। তিনি বলেন, "5জি প্রযুক্তি চালু হওয়ার 6 মাসের মধ্যে আমরা 6জি সম্পর্কে কথা বলছি ৷" এটা দেশের আস্থার পরিচয় দেয় বলে মত তাঁর ।

মোদি এ দিন বলেছেন, 4জি-এর আগে, ভারত শুধুমাত্র টেলিকম প্রযুক্তির ব্যবহারকারী ছিল, কিন্তু এখন ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির একটি বড় রপ্তানিকারক হয়ে উঠছে ৷ মোদি আরও ঘোষণা করেছেন যে, আগামী দিনে ভারত 100টি নতুন 5জি ল্যাব স্থাপন করবে । এই ল্যাবগুলি ভারতের অনন্য চাহিদা অনুযায়ী 5জি অ্যাপ্লিকেশন বিকাশে সহায়তা করবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে মিস্টার এ, কার দিকে ইঙ্গিত মহুয়ার ?

ভারতের টেলিকম এবং ডিজিটাল মডেলটি মসৃণ, সুরক্ষিত, স্বচ্ছ ও বিশ্বস্ত বলে দাবি করেন প্রধানমন্ত্রী ৷ দেশের টেলিকম সাফল্যের গল্পের কথা বলতে গিয়ে মোদি বলেন যে, 2014 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 25 কোটি থেকে বেড়ে 85 কোটিতে পৌঁছেছে যার সংখ্যাগরিষ্ঠই গ্রামীণ এলাকায় । গত নয় বছরে সরকারি ও বেসরকারি খাত মিলে 25 লাখ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে বলে জানান তিনি । মোদি এ দিন ভারত 6জি ভিশন ডকুমেন্টের উন্মোচন করেন এবং 6জি আর অ্যান্ড ডি-এর উদ্বোধন করেন ৷

আইটিইউ হল জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য বিশেষায়িত সংস্থা (আইসিটি)। জেনেভাতে এর সদর দফতর ৷ এছাড়াও এটির গ্রাউন্ড অফিস, আঞ্চলিক অফিস এবং এলাকা অফিসের নেটওয়ার্ক রয়েছে । ভারত 2022 সালের মার্চ মাসে একটি এলাকা অফিস প্রতিষ্ঠার জন্য আইটিইউ-এর সঙ্গে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.