ETV Bharat / bharat

কোনও ক্ষতি স্বীকার না করেই লাদাখে চিনের সঙ্গে সমস্যা মেটাল ভারত : রাজনাথ - রাজনাথ সিং

বৃহস্পতিবার রাজ্যসভায় চিনের সঙ্গে সমস্যা নিয়ে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানান, লাদাখে প্যাংগং সো থেকে সেনা সরানো নিয়ে চিন ও ভারত এক মত হয়েছে৷ আর এই প্রক্রিয়ায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷

রাজনাথ
রাজনাথ
author img

By

Published : Feb 11, 2021, 4:45 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : লাদাখের প্যাংগং সো বরাবর এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ভারত ও চিন৷ একাধিকবার বৈঠকে বসার পর শেষপর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ৷ বৃহস্পতিবার সংসদে এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

এদিন রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী একটি বিবৃতি দেন৷ সেখানে তিনি জানান, দীর্ঘ সময় ধরে আলোচনার পর চিন প্যাংগং হ্রদের দক্ষিণ ও উত্তর পাড় থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে৷ এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন ধাপে ভারত ও চিন সেনা সরিয়ে নেওয়ার কাজ করবে৷ তার পর তিনি সভার উদ্দেশ্যে বলেন, ‘‘সংসদকে আমি আশ্বস্ত করতে চাই যে এই আলোচনার প্রক্রিয়ায় আমাদের কোনও ক্ষতি হয়নি৷’’

রাজনাথ সিং জানিয়েছেন যে চিনের অনৈতিক দাবিগুলি ভারত কখনোই মেনে নেয়নি৷ আর চিনকে ভারতের এই ইঞ্চি জমি দখলেরও সুযোগ দেয়নি৷ তিনি বলেন, ‘‘পাকিস্তান বেআইনি ভাবে ভারতের জমি চিনকে দিয়ে দিয়েছে৷ এই বিষয়টিকে ভারত মান্যতা দেয় না৷ চিনও ভারতের একটা বড় এলাকাকে নিজেদের বলে দাবি করছে৷ এই ধরনের দাবির সঙ্গে আমরা কখনোই সহমত পোষণ করিনি৷’’

তিনি জানিয়েছেন, চিন ফিঙ্গার 8 এর উত্তর পাড় থেকে পূর্ব দিক পর্যন্ত সেনা মোতায়েন করে রাখবে৷ আর ফিঙ্গার 3 এর কাছে ধন সিং থাপা পোস্টে ভারতের সেনা থাকবে৷ ওটাই ভারতের সেনা মোতায়েন রাখার স্থায়ী জায়গা৷ প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্তেও একই পদ্ধতিতে দুই দেশ সেনা মোতায়েন করবে৷

আরও পড়ুন : সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

ভারত ও চিনের মধ্যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গত মে মাস থেকে বারবার গোলমাল হয়েছ৷ এই সময়ের মধ্যে কোনও পক্ষ ওই এলাকায় কোনও নির্মাণকাজ বা অন্য কিছু করে থাকলে, তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি : লাদাখের প্যাংগং সো বরাবর এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ভারত ও চিন৷ একাধিকবার বৈঠকে বসার পর শেষপর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ৷ বৃহস্পতিবার সংসদে এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

এদিন রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী একটি বিবৃতি দেন৷ সেখানে তিনি জানান, দীর্ঘ সময় ধরে আলোচনার পর চিন প্যাংগং হ্রদের দক্ষিণ ও উত্তর পাড় থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে৷ এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন ধাপে ভারত ও চিন সেনা সরিয়ে নেওয়ার কাজ করবে৷ তার পর তিনি সভার উদ্দেশ্যে বলেন, ‘‘সংসদকে আমি আশ্বস্ত করতে চাই যে এই আলোচনার প্রক্রিয়ায় আমাদের কোনও ক্ষতি হয়নি৷’’

রাজনাথ সিং জানিয়েছেন যে চিনের অনৈতিক দাবিগুলি ভারত কখনোই মেনে নেয়নি৷ আর চিনকে ভারতের এই ইঞ্চি জমি দখলেরও সুযোগ দেয়নি৷ তিনি বলেন, ‘‘পাকিস্তান বেআইনি ভাবে ভারতের জমি চিনকে দিয়ে দিয়েছে৷ এই বিষয়টিকে ভারত মান্যতা দেয় না৷ চিনও ভারতের একটা বড় এলাকাকে নিজেদের বলে দাবি করছে৷ এই ধরনের দাবির সঙ্গে আমরা কখনোই সহমত পোষণ করিনি৷’’

তিনি জানিয়েছেন, চিন ফিঙ্গার 8 এর উত্তর পাড় থেকে পূর্ব দিক পর্যন্ত সেনা মোতায়েন করে রাখবে৷ আর ফিঙ্গার 3 এর কাছে ধন সিং থাপা পোস্টে ভারতের সেনা থাকবে৷ ওটাই ভারতের সেনা মোতায়েন রাখার স্থায়ী জায়গা৷ প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্তেও একই পদ্ধতিতে দুই দেশ সেনা মোতায়েন করবে৷

আরও পড়ুন : সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

ভারত ও চিনের মধ্যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গত মে মাস থেকে বারবার গোলমাল হয়েছ৷ এই সময়ের মধ্যে কোনও পক্ষ ওই এলাকায় কোনও নির্মাণকাজ বা অন্য কিছু করে থাকলে, তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.