ETV Bharat / bharat

দেশে বাড়ল দৈনিক সংক্রমণ

author img

By

Published : Nov 25, 2020, 9:56 AM IST

শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 376 জন ৷ মৃত্যু হয়েছে 481 জনের ৷

ছবি
ছবি

দিল্লি, 25 নভেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 92 লাখের গণ্ডি ছাড়াল ৷ গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 376 জন ৷ গতকালের থেকে যা বেশি ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 37 হাজার 975 জন ৷ বর্তমানে ভারতে মোট কোরোনায় আক্রান্ত 92 লাখ 22 হাজার 217 জন ৷

গত 24 ঘণ্টায় ভারতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 481 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 480 ৷ মোট সক্রিয় আক্রান্ত 4 লাখ 44 হাজার 746 জন ৷ গত 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 37 হাজার 816 জন ৷ দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 86 লাখ 42 হাজার 771 জন ৷

এদিকে, কয়েকটি রাজ্যে কোরোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে ৷ তার মধ্যে মহারাষ্ট্র , দিল্লি, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশ রয়েছে ৷ রাজস্থান সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নাইট কারফিউর ৷

কোরোনা সংক্রমণ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ এরপর কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ ৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 17 লাখ 89 হাজার 800 ৷ সুস্থ হয়েছেন 16 লাখ 58 হাজার 879 জন ৷ অন্যদিকে, কর্নাটকে 8 লাখ 76হাজার 425 জন ও অন্ধ্রপ্রদেশে 8 লাখ 63 হাজার 843 জন আক্রান্ত হয়েছেন ৷

দিল্লি, 25 নভেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 92 লাখের গণ্ডি ছাড়াল ৷ গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 376 জন ৷ গতকালের থেকে যা বেশি ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 37 হাজার 975 জন ৷ বর্তমানে ভারতে মোট কোরোনায় আক্রান্ত 92 লাখ 22 হাজার 217 জন ৷

গত 24 ঘণ্টায় ভারতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 481 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 480 ৷ মোট সক্রিয় আক্রান্ত 4 লাখ 44 হাজার 746 জন ৷ গত 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 37 হাজার 816 জন ৷ দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 86 লাখ 42 হাজার 771 জন ৷

এদিকে, কয়েকটি রাজ্যে কোরোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে ৷ তার মধ্যে মহারাষ্ট্র , দিল্লি, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশ রয়েছে ৷ রাজস্থান সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নাইট কারফিউর ৷

কোরোনা সংক্রমণ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ এরপর কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ ৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 17 লাখ 89 হাজার 800 ৷ সুস্থ হয়েছেন 16 লাখ 58 হাজার 879 জন ৷ অন্যদিকে, কর্নাটকে 8 লাখ 76হাজার 425 জন ও অন্ধ্রপ্রদেশে 8 লাখ 63 হাজার 843 জন আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.