ETV Bharat / bharat

Independence Day : সৈনিক স্কুলে পড়তে পারবে মেয়েরাও, লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর - 75তম স্বাধীনতা দিবস

independence-day
independence-day
author img

By

Published : Aug 15, 2021, 6:40 AM IST

Updated : Aug 15, 2021, 9:08 AM IST

08:52 August 15

আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস ৷ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে শৃঙ্খলামুক্ত হওয়ার দিন ৷ পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে 75তম স্বাধীনতা দিবস ৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • তেরঙ্গাকে সামনে রেখে ন্যাশনাল হাইড্রোজেন মিশনের ঘোষণা করলাম ৷ লালকেল্লা থেকে বললেন মোদি ৷

08:52 August 15

  • শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে ৷ দেশের সৈনিক স্কুলগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হবে ৷ যাঁরা সৈনিক স্কুলে পড়তে চান তাঁদের জন্য দেশের সবকটি সৈনিক স্কুলের দরজা খোলা থাকবে ৷ বললেন মোদি ৷

08:30 August 15

  • লালকেল্লায় 75তম স্বাধীনতা দিবসের মঞ্চে গতিশক্তি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরি হবে ৷

08:29 August 15

  • देश ने संकल्प लिया है कि आजादी के अमृत महोत्सव के 75 सप्ताह में 75 वंदेभारत ट्रेनें देश के हर कोने को आपस में जोड़ रही होंगी।

    आज जिस गति से देश में नए Airports का निर्माण हो रहा है, उड़ान योजना दूर-दराज के इलाकों को जोड़ रही है, वो भी अभूतपूर्व है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • স্বাধীনতার অমৃত মহোৎসবের 75 সপ্তাহে 75টি বন্দে ভারত ট্রেন চালু করা হবে ৷ যা দেশের প্রতিটি জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ৷ দেশে প্রচুর নতুন নতুন বিমানবন্দর চালু করা হচ্ছে ৷ উড়ান পরিষেবা দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে ৷

08:29 August 15

  • দেশের ক্ষুদ্র চাষিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷

08:29 August 15

  • জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে দেশ ৷ বাবাসাহেব আম্বেদকর দেশকে পথ দেখিয়েছেন ৷ তাঁদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকব ৷

08:15 August 15

  • দেশের কোনও কোণা অনুন্নত থাকবে না ৷ উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে ৷ লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷

08:06 August 15

  • 100 শতাংশ গ্রামাঞ্চলে রাস্তা থাকবে, 100 শতাংশ গৃহস্থের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ৷ 100 শতাংশ মানুষ যাতে আয়ুষ্মান ভারতের লাভ পান তা নিশ্চিত করতে হবে ৷ উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাসের সংযোগ পাবেন 100 শতাশ মানুষ ৷

08:03 August 15

  • লালকেল্লায় উপস্থিত রয়েছেন অলিম্পিয়ানরা ৷ প্রধানমন্ত্রী বললেন, "অলিম্পিকসে ভারতের যুব প্রজন্ম দেশের নাম উজ্জ্বল করেছে ৷ দেশবাসীকে বলব, আমাদের খেলোয়াড়দের সম্মানে তালি বাজান ৷"

07:48 August 15

  • আগামী বছর থেকে 14 অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হবে ৷ লালকেল্লা থেকে ভাষণে জানালেন মোদি ৷

07:45 August 15

  • দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন ৷ করোনা যোদ্ধাদের শ্রদ্ধাদের জানালেন প্রধানমন্ত্রী ৷

07:36 August 15

  • স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ ৷

07:35 August 15

  • এরপর শুরু হয় জাতীয় সঙ্গীত ৷ বায়ুসেনার দুই চপার থেকে পুষ্পবৃষ্টি করা হয় ৷

07:35 August 15

  • জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 21টি গান স্যালুটে তেরঙ্গাকে সম্মান জানানো হয় ৷

07:20 August 15

  • লালকেল্লায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷

07:04 August 15

  • দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

06:59 August 15

  • টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ী 32 জন (খেলোয়াড় ও কোচ)কে সম্মানিত করা হবে ৷ লালকেল্লায় আজ বহু করোনা যোদ্ধাদের সম্মান জানানো হবে ৷

06:55 August 15

  • আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটরা ৷ 240 জন অলিম্পিয়ান, কোচ ও সাপোর্ট স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

06:51 August 15

  • স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে ৷ আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গত মার্চ মাসে এই মহোৎসবের সূচনা হয় ৷ চলবে 2023 সাল পর্যন্ত ৷

06:34 August 15

  • Greetings to you all on Independence Day.

    आप सभी को 75वें स्वतंत्रता दिवस की बहुत-बहुत बधाई। आजादी के अमृत महोत्सव का यह वर्ष देशवासियों में नई ऊर्जा और नवचेतना का संचार करे।

    जय हिंद! #IndiaIndependenceDay

    — Narendra Modi (@narendramodi) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • সকাল সকাল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "75তম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা ৷ স্বাধীনতার অমৃত মহোৎসবের এই বছরে দেশবাসীর মধ্যে নতুন উদ্যম এবং নবচেতনার সঞ্চার হোক ৷ জয় হিন্দ ৷"

06:09 August 15

  • সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি ৷ 

08:52 August 15

আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস ৷ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে শৃঙ্খলামুক্ত হওয়ার দিন ৷ পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে 75তম স্বাধীনতা দিবস ৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • তেরঙ্গাকে সামনে রেখে ন্যাশনাল হাইড্রোজেন মিশনের ঘোষণা করলাম ৷ লালকেল্লা থেকে বললেন মোদি ৷

08:52 August 15

  • শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে ৷ দেশের সৈনিক স্কুলগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হবে ৷ যাঁরা সৈনিক স্কুলে পড়তে চান তাঁদের জন্য দেশের সবকটি সৈনিক স্কুলের দরজা খোলা থাকবে ৷ বললেন মোদি ৷

08:30 August 15

  • লালকেল্লায় 75তম স্বাধীনতা দিবসের মঞ্চে গতিশক্তি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরি হবে ৷

08:29 August 15

  • देश ने संकल्प लिया है कि आजादी के अमृत महोत्सव के 75 सप्ताह में 75 वंदेभारत ट्रेनें देश के हर कोने को आपस में जोड़ रही होंगी।

    आज जिस गति से देश में नए Airports का निर्माण हो रहा है, उड़ान योजना दूर-दराज के इलाकों को जोड़ रही है, वो भी अभूतपूर्व है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • স্বাধীনতার অমৃত মহোৎসবের 75 সপ্তাহে 75টি বন্দে ভারত ট্রেন চালু করা হবে ৷ যা দেশের প্রতিটি জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ৷ দেশে প্রচুর নতুন নতুন বিমানবন্দর চালু করা হচ্ছে ৷ উড়ান পরিষেবা দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে ৷

08:29 August 15

  • দেশের ক্ষুদ্র চাষিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷

08:29 August 15

  • জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে দেশ ৷ বাবাসাহেব আম্বেদকর দেশকে পথ দেখিয়েছেন ৷ তাঁদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকব ৷

08:15 August 15

  • দেশের কোনও কোণা অনুন্নত থাকবে না ৷ উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে ৷ লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷

08:06 August 15

  • 100 শতাংশ গ্রামাঞ্চলে রাস্তা থাকবে, 100 শতাংশ গৃহস্থের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ৷ 100 শতাংশ মানুষ যাতে আয়ুষ্মান ভারতের লাভ পান তা নিশ্চিত করতে হবে ৷ উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাসের সংযোগ পাবেন 100 শতাশ মানুষ ৷

08:03 August 15

  • লালকেল্লায় উপস্থিত রয়েছেন অলিম্পিয়ানরা ৷ প্রধানমন্ত্রী বললেন, "অলিম্পিকসে ভারতের যুব প্রজন্ম দেশের নাম উজ্জ্বল করেছে ৷ দেশবাসীকে বলব, আমাদের খেলোয়াড়দের সম্মানে তালি বাজান ৷"

07:48 August 15

  • আগামী বছর থেকে 14 অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হবে ৷ লালকেল্লা থেকে ভাষণে জানালেন মোদি ৷

07:45 August 15

  • দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন ৷ করোনা যোদ্ধাদের শ্রদ্ধাদের জানালেন প্রধানমন্ত্রী ৷

07:36 August 15

  • স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ ৷

07:35 August 15

  • এরপর শুরু হয় জাতীয় সঙ্গীত ৷ বায়ুসেনার দুই চপার থেকে পুষ্পবৃষ্টি করা হয় ৷

07:35 August 15

  • জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 21টি গান স্যালুটে তেরঙ্গাকে সম্মান জানানো হয় ৷

07:20 August 15

  • লালকেল্লায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷

07:04 August 15

  • দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

06:59 August 15

  • টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ী 32 জন (খেলোয়াড় ও কোচ)কে সম্মানিত করা হবে ৷ লালকেল্লায় আজ বহু করোনা যোদ্ধাদের সম্মান জানানো হবে ৷

06:55 August 15

  • আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটরা ৷ 240 জন অলিম্পিয়ান, কোচ ও সাপোর্ট স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

06:51 August 15

  • স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে ৷ আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গত মার্চ মাসে এই মহোৎসবের সূচনা হয় ৷ চলবে 2023 সাল পর্যন্ত ৷

06:34 August 15

  • Greetings to you all on Independence Day.

    आप सभी को 75वें स्वतंत्रता दिवस की बहुत-बहुत बधाई। आजादी के अमृत महोत्सव का यह वर्ष देशवासियों में नई ऊर्जा और नवचेतना का संचार करे।

    जय हिंद! #IndiaIndependenceDay

    — Narendra Modi (@narendramodi) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • সকাল সকাল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "75তম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা ৷ স্বাধীনতার অমৃত মহোৎসবের এই বছরে দেশবাসীর মধ্যে নতুন উদ্যম এবং নবচেতনার সঞ্চার হোক ৷ জয় হিন্দ ৷"

06:09 August 15

  • সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি ৷ 
Last Updated : Aug 15, 2021, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.