ETV Bharat / bharat

MEA on Myanmar: মায়ানমারে হিংসা বন্ধের আহ্বান দিল্লির, গঠনমূলক আলোচনায় সমাধানের পরামর্শ বিদেশমন্ত্রকের - বিদেশমন্ত্রকের মুখপাত্র

MEA Calls for Cessation of Violence in Myanmar: বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত তার সীমান্তের কাছে মায়ানমারে চলমান হিংসার জন্য গভীরভাবে উদ্বিগ্ন ৷ গঠনমূলক আলোচনার মাধ্যমে হিংসা বন্ধ করার ও পরিস্থিতির সমাধান চায় দিল্লি ।

MEA on Myanmar
অরিন্দম বাগচি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 8:08 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: মায়ানমারের চিন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর বিমান হামলার কারণে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে চলে আসছেন মায়ানমারের বহু বাসিন্দা ৷ এই ঘটনায় বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করল দিল্লি ৷ তারা প্রতিবেশী দেশের সেনাবাহিনীর কাছে 'হিংসা বন্ধ' করার আহ্বান জানিয়েছে ৷

বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "মায়ানমারের চিন রাজ্যে অর্থাৎ মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তের জোখাওথার এলাকার বিপরীতে রিখাওদার এলাকায় লড়াইয়ের ফলে ভারতে চলে আসছেন মায়ানমারের নাগরিকরা ৷ আমাদের সীমান্তের কাছে এই ধরনের ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে হিংসা বন্ধ এবং পরিস্থিতির সমাধান চাই ৷"

তিনি নয়াদিল্লিতে আজ সাংবাদিকদের আরও বলেন, "আমরা মায়ানমারে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি । 2021 সালে মায়ানমারে সংঘাত শুরু হওয়ার পর থেকে মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিক ভারতে আশ্রয় নিচ্ছেন । মানবিক কারণে সংশ্লিষ্ট প্রতিবেশী রাজ্যগুলির স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ যাঁরা তাঁদের দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাঁদের আমরা প্রত্যাবর্তনের সুবিধাও দিয়েছি ৷"

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মায়ানমারের জুন্টা-সমর্থিত বাহিনী এবং জঙ্গি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয় । পিপলস ডিফেন্স ফোর্স ভারতীয় সীমান্তের কাছে চিন রাজ্যের খাওমাউই এবং রিখাওদারে দুটি সামরিক ঘাঁটি আক্রমণ করার পরে তীব্র লড়াই শুরু হয় এবং সোমবার পর্যন্ত তাঁদের মধ্যে সেই লড়াই চলে ।

আরও পড়ুন:

  1. ষষ্ঠীর বাজারে পদ্মা নয়, মায়ানমার ইলিশেই রসনা তৃপ্তি জামাইদের
  2. মায়ানমারের সু কি-র সাজার মেয়াদ বেড়ে হল 26 বছর

নয়াদিল্লি, 16 নভেম্বর: মায়ানমারের চিন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর বিমান হামলার কারণে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে চলে আসছেন মায়ানমারের বহু বাসিন্দা ৷ এই ঘটনায় বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করল দিল্লি ৷ তারা প্রতিবেশী দেশের সেনাবাহিনীর কাছে 'হিংসা বন্ধ' করার আহ্বান জানিয়েছে ৷

বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "মায়ানমারের চিন রাজ্যে অর্থাৎ মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তের জোখাওথার এলাকার বিপরীতে রিখাওদার এলাকায় লড়াইয়ের ফলে ভারতে চলে আসছেন মায়ানমারের নাগরিকরা ৷ আমাদের সীমান্তের কাছে এই ধরনের ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে হিংসা বন্ধ এবং পরিস্থিতির সমাধান চাই ৷"

তিনি নয়াদিল্লিতে আজ সাংবাদিকদের আরও বলেন, "আমরা মায়ানমারে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি । 2021 সালে মায়ানমারে সংঘাত শুরু হওয়ার পর থেকে মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিক ভারতে আশ্রয় নিচ্ছেন । মানবিক কারণে সংশ্লিষ্ট প্রতিবেশী রাজ্যগুলির স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ যাঁরা তাঁদের দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাঁদের আমরা প্রত্যাবর্তনের সুবিধাও দিয়েছি ৷"

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মায়ানমারের জুন্টা-সমর্থিত বাহিনী এবং জঙ্গি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয় । পিপলস ডিফেন্স ফোর্স ভারতীয় সীমান্তের কাছে চিন রাজ্যের খাওমাউই এবং রিখাওদারে দুটি সামরিক ঘাঁটি আক্রমণ করার পরে তীব্র লড়াই শুরু হয় এবং সোমবার পর্যন্ত তাঁদের মধ্যে সেই লড়াই চলে ।

আরও পড়ুন:

  1. ষষ্ঠীর বাজারে পদ্মা নয়, মায়ানমার ইলিশেই রসনা তৃপ্তি জামাইদের
  2. মায়ানমারের সু কি-র সাজার মেয়াদ বেড়ে হল 26 বছর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.