ETV Bharat / bharat

IND vs WI 3rd ODI: তৃতীয় একদিনের ম্যাচেও ক্যারিবিয়ানদের হারাল ভারত, 3-0 ফলে সিরিজ জয় টিম ইন্ডিয়ার - তৃতীয় একদিনের ম্যাচেও ক্যারিবিয়ানদের হারাল ভারত

তৃতীয় একদিনের ম্যাচে 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ভারতের (India Beat WI by 119 Runs) ৷

IND vs WI 3rd ODI
তৃতীয় একদিনের ম্যাচেও ক্যারিবিয়ানদের হারাল ভারত
author img

By

Published : Jul 28, 2022, 8:54 AM IST

পোর্ট অফ স্পেন, 28 জুলাই: তৃতীয় একদিনের ম্যাচেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত (India Beat WI by 119 Runs) ৷ দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ সেদিক থেকে বুধবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার ৷ সেই ম্যাচেও জিতল ভারত ৷

এদিন 119 রানে ক্যারিবিয়ানদের হারিয়েছে ধাওয়ান অ্যান্ড কোং ৷ এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভারের সংখ্যা কমে দাঁড়ায় 35 ৷ ওয়েস্ট ইন্ডিজের সামনে 257 রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে 26 ওভারে 137 রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস ৷

আরও পড়ুন : নীরজের মোমের মূর্তি দেখতে ভিড় ওয়্যাক্স মিউজিয়ামে

ভারতের হয়ে এদিন 98 রান করে অপরাজিত থাকেন শুভম গিল ৷ অধিনায়ক শিখর ধাওয়ান করেন 58 রান ৷ শ্রেয়স আইয়ার করেন 44 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন 42 রান করেন ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৷

পোর্ট অফ স্পেন, 28 জুলাই: তৃতীয় একদিনের ম্যাচেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত (India Beat WI by 119 Runs) ৷ দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ সেদিক থেকে বুধবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার ৷ সেই ম্যাচেও জিতল ভারত ৷

এদিন 119 রানে ক্যারিবিয়ানদের হারিয়েছে ধাওয়ান অ্যান্ড কোং ৷ এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভারের সংখ্যা কমে দাঁড়ায় 35 ৷ ওয়েস্ট ইন্ডিজের সামনে 257 রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে 26 ওভারে 137 রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস ৷

আরও পড়ুন : নীরজের মোমের মূর্তি দেখতে ভিড় ওয়্যাক্স মিউজিয়ামে

ভারতের হয়ে এদিন 98 রান করে অপরাজিত থাকেন শুভম গিল ৷ অধিনায়ক শিখর ধাওয়ান করেন 58 রান ৷ শ্রেয়স আইয়ার করেন 44 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন 42 রান করেন ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.