ETV Bharat / bharat

Independence Day 2023: 20 বছর পর...স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে মণিপুরে ! - মণিপুর

আদিবাসী ছাত্রদের সংগঠন হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) স্বাধীনতা দিবসে মণিপুরে একটি হিন্দি ছবি দেখানোর কথা ঘোষণা করেছে । 20 বছরেরও বেশি সময় পর মণিপুরে স্বাধীনতা দিবসে হিন্দি ছবি প্রদর্শিত হতে চলেছে ।

Independence Day 2023
স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে মণিপুরে
author img

By

Published : Aug 15, 2023, 11:00 AM IST

ইম্ফল, 15 অগস্ট: মণিপুরে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র । 20 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে উত্তর-পূর্বের এই রাজ্যে ৷ আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুরের রেংকাই (লামকা) এ একটি হিন্দি চলচ্চিত্র দেখানোর পরিকল্পনা করেছে ।

স্বাধীনতা দিবসে হিন্দি চলচ্চিত্র প্রদর্শন: এইচএসএ সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি হিন্দি চলচ্চিত্র প্রকাশ্যে প্রদর্শন করবে ।

বিবৃতিতে বলা হয়েছে, "সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং মেইতেই-পন্থী মণিপুর রাজ্য সরকারের বিরুদ্ধে এটা আমাদের অবজ্ঞা এবং প্রতিবাদ, যারা কয়েক দশক ধরে আদিবাসীদের তাদের নিয়ন্ত্রণে রেখেছে ৷"

আদিবাসী ছাত্র সংগঠনের বিবৃতি: বিবৃতিতে দাবি করা হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী 'সন্ত্রাসী' গ্রুপ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট/কংলেইপাক কমিউনিস্ট পার্টির ক্যাডাররা আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গ্রামবাসীদের 'সবক' শেখান এবং 2006 সালে 20 জনেরও বেশি হামার মহিলাকে, নাবালিকাদের ধর্ষণ করেন ।

বিবৃতিতে মানুষের প্রতি আহ্বান জানিয়ে ওই ছাত্র সংগঠন বলেছে, "স্বাধীনতা এবং ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারে সবাই যোগ দিন ৷"

শেষ দেখানো হয় 'কুছ কুছ হোতা হ্যায়': হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও বলেছে যে, 20 বছরেরও বেশি সময় ধরে মণিপুরে হিন্দি ছবি নিষিদ্ধ করা হয়েছে । সর্বশেষ যে চলচ্চিত্রটি সর্বজনীনভাবে প্রদর্শিত হয়েছিল, তা হল 'কুছ কুছ হোতা হ্যায়' ৷ এই ছবি দেখানো হয়েছিল 1998 সালে । ওই বিবৃতিতে বলা হয়েছে, "স্বাধীনতা দিবস বয়কটের ঘোষণা করেছে যে দেশবিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, তাদের কাছ থেকে আমরা আমাদের 'স্বাধীনতা' ছিনিয়ে নেব ।"

তবে মঙ্গলবার কোন হিন্দি ছবি দেখানো হবে তার নাম প্রকাশ করেনি এইচএসএ ।

আরও পড়ুন: 'মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে', স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গলায় মণিপুর-উদ্বেগ

ইম্ফল, 15 অগস্ট: মণিপুরে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র । 20 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে উত্তর-পূর্বের এই রাজ্যে ৷ আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুরের রেংকাই (লামকা) এ একটি হিন্দি চলচ্চিত্র দেখানোর পরিকল্পনা করেছে ।

স্বাধীনতা দিবসে হিন্দি চলচ্চিত্র প্রদর্শন: এইচএসএ সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি হিন্দি চলচ্চিত্র প্রকাশ্যে প্রদর্শন করবে ।

বিবৃতিতে বলা হয়েছে, "সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং মেইতেই-পন্থী মণিপুর রাজ্য সরকারের বিরুদ্ধে এটা আমাদের অবজ্ঞা এবং প্রতিবাদ, যারা কয়েক দশক ধরে আদিবাসীদের তাদের নিয়ন্ত্রণে রেখেছে ৷"

আদিবাসী ছাত্র সংগঠনের বিবৃতি: বিবৃতিতে দাবি করা হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী 'সন্ত্রাসী' গ্রুপ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট/কংলেইপাক কমিউনিস্ট পার্টির ক্যাডাররা আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গ্রামবাসীদের 'সবক' শেখান এবং 2006 সালে 20 জনেরও বেশি হামার মহিলাকে, নাবালিকাদের ধর্ষণ করেন ।

বিবৃতিতে মানুষের প্রতি আহ্বান জানিয়ে ওই ছাত্র সংগঠন বলেছে, "স্বাধীনতা এবং ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারে সবাই যোগ দিন ৷"

শেষ দেখানো হয় 'কুছ কুছ হোতা হ্যায়': হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও বলেছে যে, 20 বছরেরও বেশি সময় ধরে মণিপুরে হিন্দি ছবি নিষিদ্ধ করা হয়েছে । সর্বশেষ যে চলচ্চিত্রটি সর্বজনীনভাবে প্রদর্শিত হয়েছিল, তা হল 'কুছ কুছ হোতা হ্যায়' ৷ এই ছবি দেখানো হয়েছিল 1998 সালে । ওই বিবৃতিতে বলা হয়েছে, "স্বাধীনতা দিবস বয়কটের ঘোষণা করেছে যে দেশবিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, তাদের কাছ থেকে আমরা আমাদের 'স্বাধীনতা' ছিনিয়ে নেব ।"

তবে মঙ্গলবার কোন হিন্দি ছবি দেখানো হবে তার নাম প্রকাশ করেনি এইচএসএ ।

আরও পড়ুন: 'মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে', স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গলায় মণিপুর-উদ্বেগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.