ETV Bharat / bharat

অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা - Anurag Kashyap

মুম্বই ও পুনের প্রায় 20টি জায়গায় অভিযান চালানো হয় । অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ় ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে অভিযান চালায় আয়কর দফতরের অধিকর্তারা । ফ্যান্টম ফিল্মের অফিসেও অভিযান চালানো হয় ।

অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
author img

By

Published : Mar 3, 2021, 1:32 PM IST

Updated : Mar 3, 2021, 4:09 PM IST

মুম্বই ও দিল্লি, 3 মার্চ : পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা । আজ তাঁদের মুম্বই ও পুনের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ । আয়কর ফাঁকির অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয় । প্রযোজক বিকাশ বহলের বাড়িতেও আয়কর অভিযান চলে ।

মুম্বই ও পুনের প্রায় 20টি জায়গায় অভিযান চালানো হয় । অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ় ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে অভিযান চালান আয়কর আধিকারিকরা । ফ্যান্টম ফিল্মের অফিসেও অভিযান চালানো হয় । আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে ।

অনুরাগ কাশ্যপ ও তাপসী সোশাল মিডিয়ায় তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন অনেকদিন ধরেই । কৃষকদের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের ।

আরও পড়ুন, অনুরাগের ভার আর বইতে পারছেন না তাপসী !

সম্প্রতি, অনুরাগে পরিচালনায় "দো বারা" ছবির শুটিং শুরু করার কথা রয়েছে । ছবিতে অভিনয় করবেন তাপসী । 12 ফেব্রুয়ারি এই সিনেমার টিজ়ার মুক্তি পেয়েছে । এর আগে 2018 সালে অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'মনমর্জ়িয়াঁ' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী পান্নু ।

মুম্বই ও দিল্লি, 3 মার্চ : পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা । আজ তাঁদের মুম্বই ও পুনের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ । আয়কর ফাঁকির অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয় । প্রযোজক বিকাশ বহলের বাড়িতেও আয়কর অভিযান চলে ।

মুম্বই ও পুনের প্রায় 20টি জায়গায় অভিযান চালানো হয় । অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ় ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে অভিযান চালান আয়কর আধিকারিকরা । ফ্যান্টম ফিল্মের অফিসেও অভিযান চালানো হয় । আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে ।

অনুরাগ কাশ্যপ ও তাপসী সোশাল মিডিয়ায় তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন অনেকদিন ধরেই । কৃষকদের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের ।

আরও পড়ুন, অনুরাগের ভার আর বইতে পারছেন না তাপসী !

সম্প্রতি, অনুরাগে পরিচালনায় "দো বারা" ছবির শুটিং শুরু করার কথা রয়েছে । ছবিতে অভিনয় করবেন তাপসী । 12 ফেব্রুয়ারি এই সিনেমার টিজ়ার মুক্তি পেয়েছে । এর আগে 2018 সালে অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'মনমর্জ়িয়াঁ' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী পান্নু ।

Last Updated : Mar 3, 2021, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.