ETV Bharat / bharat

IT Raids in Jharkhand Hotel: পার্থ ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের হোটেলে আয়কর তল্লাশি - School Service Commission

হাজারিবাগে একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি ৷ তিনি নাকি টাকা লুকিয়ে রাখতে সেখানে গিয়েছিলেন ৷ ইডির কাছ থেকে খবর পেয়ে হোটেল অভিযানে নামল আয়কর দফতরের আধিকারিকেরা (IT Raids Jharkhand Hotel) ৷

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 20, 2022, 8:41 AM IST

Updated : Aug 20, 2022, 9:45 AM IST

হাজারিবাগ, 20 অগস্ট: হাজারিবাগের একটি হোটেলে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee) ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি ভাণ্ডারা পার্ক এলাকার ওই হোটেলে গিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে শুক্রবার হোটেলটিতে যান আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Department team raids Bhandara Park Hotel for Partha Chatterjee close aid in Hazaribagh district) ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি আইটি দলের পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ৷ এখন হাজারিবাগেই অন্য একটি ঘটনার তদন্ত করছে আয়কর দফতরের ওই দলটি ৷ কলকাতায় ইডি-র কাছ থেকে খবর পেয়ে তাঁরা ভাণ্ডারা পার্কের হোটেলটিতে অভিযান চালায় ৷ অভিযোগ, ওই ব্যক্তি হিসেববিহীন টাকা লোকানোর জায়গা খুঁজতে হাজারিবাগে এসেছিল ৷

আরও পড়ুন: পার্থ দলের ক্যান্সার, কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন

আয়কর দফতরের আধিকারিকেরা ইতিমধ্যে পার্কটির প্রবেশপথ সিল করে দিয়েছেন ৷ এর মধ্যে একটি মালটিপ্লেক্স, হোটেল এবং একটি বিবাহের অনুষ্ঠান করার হল আছে ৷ বিতর্কিত ব্যক্তিটি 'পার্থ চট্টোপাধ্যায়ের' ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতায় 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে ৷

নাম জানাতে অনিচ্ছুক আয়কর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার আট ঘণ্টা ধরে তাঁর হাজারিবাগের হোটেলটিতে তল্লাশি অভিযান চালায় ৷ কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেননি ৷ হোটেলের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা ৷ কর্মী জানিয়েছেন, পার্থ-ঘনিষ্ঠ ব্যক্তিটি একটি সরকারি গাড়িতে কলকাতা থেকে এই হোটেলে আসেন ৷ তাঁর খোঁজ চলছে, জানিয়েছেন আধিকারিকেরা ৷

আরও পড়ুন: কেউ ছাড়া পাবে না, সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ

হাজারিবাগ, 20 অগস্ট: হাজারিবাগের একটি হোটেলে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee) ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি ভাণ্ডারা পার্ক এলাকার ওই হোটেলে গিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে শুক্রবার হোটেলটিতে যান আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Department team raids Bhandara Park Hotel for Partha Chatterjee close aid in Hazaribagh district) ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি আইটি দলের পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ৷ এখন হাজারিবাগেই অন্য একটি ঘটনার তদন্ত করছে আয়কর দফতরের ওই দলটি ৷ কলকাতায় ইডি-র কাছ থেকে খবর পেয়ে তাঁরা ভাণ্ডারা পার্কের হোটেলটিতে অভিযান চালায় ৷ অভিযোগ, ওই ব্যক্তি হিসেববিহীন টাকা লোকানোর জায়গা খুঁজতে হাজারিবাগে এসেছিল ৷

আরও পড়ুন: পার্থ দলের ক্যান্সার, কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন

আয়কর দফতরের আধিকারিকেরা ইতিমধ্যে পার্কটির প্রবেশপথ সিল করে দিয়েছেন ৷ এর মধ্যে একটি মালটিপ্লেক্স, হোটেল এবং একটি বিবাহের অনুষ্ঠান করার হল আছে ৷ বিতর্কিত ব্যক্তিটি 'পার্থ চট্টোপাধ্যায়ের' ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতায় 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে ৷

নাম জানাতে অনিচ্ছুক আয়কর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার আট ঘণ্টা ধরে তাঁর হাজারিবাগের হোটেলটিতে তল্লাশি অভিযান চালায় ৷ কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেননি ৷ হোটেলের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা ৷ কর্মী জানিয়েছেন, পার্থ-ঘনিষ্ঠ ব্যক্তিটি একটি সরকারি গাড়িতে কলকাতা থেকে এই হোটেলে আসেন ৷ তাঁর খোঁজ চলছে, জানিয়েছেন আধিকারিকেরা ৷

আরও পড়ুন: কেউ ছাড়া পাবে না, সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ

Last Updated : Aug 20, 2022, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.