ETV Bharat / bharat

Woman Disrobed in Rajasthan: রাজস্থানে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3 - নারী নির্যাতন

Husband Arrested for Allegedly Stripping A Woman: পারিবারিক বিবাদের জেরে মহিলাকে বিবস্ত্র করার অভিযোগ উঠল রাজস্থানে ৷ এই ঘটনায় স্বামী-সহ তিনজনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ ৷ এডিজি ক্রাইমের নেতৃত্বে একটি দল প্রতাপগড় জেলার ওই গ্রামে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ এখনও অনেকে পলাতক বলে জানা গিয়েছে ৷

Woman Disrobed in Rajasthan ETV BHARAT
Woman Disrobed in Rajasthan
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:22 AM IST

Updated : Sep 2, 2023, 1:31 PM IST

প্রতাপগড় (রাজস্থান), 2 সেপ্টেম্বর: রাজস্থানের প্রতাপগড়ে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাটানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মধ্যে বিবাদ ছিল ৷ অভিযোগ তার জেরে ওই মহিলাকে বিবস্ত্র করে অত্যাচার চালায় শ্বশুর বাড়ির লোকজন ৷ এই ঘটনায় মহিলার স্বামী-সহ মোট 3 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, আরও 5 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ তবে, ঘটনার 2 দিন পেরিয়ে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা না নেওয়ায়, ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন ৷ তারা আগামী 5 দিনের মধ্যে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে ৷

রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন, প্রতাপগড় জেলার ধারিয়াবাদ থানা এলাকা এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ এই ঘটনায় নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ই আদিবাসী বলে জানিয়েছে পুলিশ ৷ নির্যাতিতা মহিলার স্বামী-সহ শ্বশুর বাড়ির মোট 8 জন এই ঘটনা জড়িত বলে অভিযোগ ৷ এই ঘটনার নিন্দায় গতকাল রাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, সভ্য সমাজে এমন অপরাধীদের কোনও স্থান নেই ৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হবে ৷ পাশাপাশি, ফাস্ট ট্র্যাক আদালতে এই ঘটনার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন গেহলত ৷

গতকালই ডিজি উমেশ মিশ্রর নির্দেশে এডিজি ক্রাইম দীনেশ এমনএন-এর নেতৃত্বে একটি দল প্রতাপগড় রওনা দিয়েছিল ৷ আজ ভোররাতে এডিজি ক্রাইমের নেতৃত্ব পুলিশ সুপার এবং স্থানীয় ধারিয়াবাদ থানার আধিকারিকদের একটি দল গ্রামে হানা দেয় ৷ জানা গিয়েছে, পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করে মহিলার স্বামী এবং তাঁর আরও দুই সঙ্গী ৷ তাদের ধাওয়া করে পুলিশ ধরে ফেলে ৷ তবে, পালাতে গিয়ে আহত হয়েছেন অভিযুক্তরা ৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা করানো হচ্ছে ৷

আরও পড়ুন: দলিত মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, পেট্রল ঢেলে পোড়ানোর চেষ্টা

তবে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন ৷ আদিবাসী মহিলার উপর নির্যাতনের ঘটনায় পুলিশের কাছে আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা ৷ তাদের তরফে টুইটে বলা হয়েছে, ‘‘রাজস্থানের প্রতাপগড়ের ভয়ানক এই ঘটনার তীব্র নিন্দা করছে জাতীয় মহিলা কমিশন ৷ একজন মহিলার শ্লীলতাহানি করা হল এবং বিবস্ত্র করে তাঁর ভিডিয়ো করা হল ৷ দু’দিন আগের এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয় ৷ রেখা শর্মা রাজ্য পুলিশের ডিজিপি-কে নির্দেশ দিয়েছেন যাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধি যথাযথ ধারায় মামলা করতে হবে ৷ 5 দিনের মধ্যে এই ঘটনায় পুলিশের কাছ থেকে যথাযথ রিপোর্ট চাওয়া হয়েছে ৷’’

  • NCW vehemently condemns the harrowing incident in Pratapgarh, Rajasthan. A woman was molested, stripped, and recorded on video. Despite it happening two days ago, police inaction is unacceptable. @sharmarekha has instructed the state's DGP to promptly arrest the culprits and… https://t.co/qrf250LHYt

    — NCW (@NCWIndia) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় বিধায়ক নাগরাজ মীনা বলেছেন, "আমি রাত 9টা নাগাদ ঘটনার বিষয়ে জানতে পেরেছি ৷ তারপর জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি ৷ এই ঘটনার যত নিন্দা করা যায় ততই কম ৷ এমন ঘটনা যেন আর না ঘটে ৷ পুলিশ তাৎক্ষণিক ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে ৷" তবে, বিরোধী বিজেপি শিবির এই ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করার সুযোগ হাতছাড়া করতে চায়নি।

আরও পড়ুন: নাবালিকাকে 8 দিন ধরে তালা বন্ধ করে ঘুরতে গেল পরিবার, গ্রেফতার অভিযুক্ত

বিজেপি নেতা সতীশ পুনিয়া ঘটনার নিন্দায় বলেন, ‘‘প্রতাপগড়ে আদিবাসী মহিলার সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো দেখার পর আত্মা কেঁপে উঠছে ৷ অপরাধীদের মনোবল এতটাই তুঙ্গে যে, তারা প্রকাশ্যে অপরাধের ভিডিয়ো তৈরি করছে ৷ এই অসভ্যতা সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরাজয় ৷ রাজ্য সরকারের কাছে অনুরোধ, অপরাধীদের এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের অপরাধের কথা অন্য কেউ চিন্তাও করতে না পারে ৷’’ আদিবাসী মহিলার উপর নির্যাতনের এই ঘটনায় মোট 8 জনকে শনাক্ত করেছে পুলিশ ৷ প্রতাপগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে দ্রুত তল্লাশি চালানো হচ্ছে ৷

প্রতাপগড় (রাজস্থান), 2 সেপ্টেম্বর: রাজস্থানের প্রতাপগড়ে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাটানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মধ্যে বিবাদ ছিল ৷ অভিযোগ তার জেরে ওই মহিলাকে বিবস্ত্র করে অত্যাচার চালায় শ্বশুর বাড়ির লোকজন ৷ এই ঘটনায় মহিলার স্বামী-সহ মোট 3 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, আরও 5 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ তবে, ঘটনার 2 দিন পেরিয়ে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা না নেওয়ায়, ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন ৷ তারা আগামী 5 দিনের মধ্যে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে ৷

রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন, প্রতাপগড় জেলার ধারিয়াবাদ থানা এলাকা এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ এই ঘটনায় নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ই আদিবাসী বলে জানিয়েছে পুলিশ ৷ নির্যাতিতা মহিলার স্বামী-সহ শ্বশুর বাড়ির মোট 8 জন এই ঘটনা জড়িত বলে অভিযোগ ৷ এই ঘটনার নিন্দায় গতকাল রাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, সভ্য সমাজে এমন অপরাধীদের কোনও স্থান নেই ৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হবে ৷ পাশাপাশি, ফাস্ট ট্র্যাক আদালতে এই ঘটনার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন গেহলত ৷

গতকালই ডিজি উমেশ মিশ্রর নির্দেশে এডিজি ক্রাইম দীনেশ এমনএন-এর নেতৃত্বে একটি দল প্রতাপগড় রওনা দিয়েছিল ৷ আজ ভোররাতে এডিজি ক্রাইমের নেতৃত্ব পুলিশ সুপার এবং স্থানীয় ধারিয়াবাদ থানার আধিকারিকদের একটি দল গ্রামে হানা দেয় ৷ জানা গিয়েছে, পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করে মহিলার স্বামী এবং তাঁর আরও দুই সঙ্গী ৷ তাদের ধাওয়া করে পুলিশ ধরে ফেলে ৷ তবে, পালাতে গিয়ে আহত হয়েছেন অভিযুক্তরা ৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা করানো হচ্ছে ৷

আরও পড়ুন: দলিত মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, পেট্রল ঢেলে পোড়ানোর চেষ্টা

তবে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন ৷ আদিবাসী মহিলার উপর নির্যাতনের ঘটনায় পুলিশের কাছে আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা ৷ তাদের তরফে টুইটে বলা হয়েছে, ‘‘রাজস্থানের প্রতাপগড়ের ভয়ানক এই ঘটনার তীব্র নিন্দা করছে জাতীয় মহিলা কমিশন ৷ একজন মহিলার শ্লীলতাহানি করা হল এবং বিবস্ত্র করে তাঁর ভিডিয়ো করা হল ৷ দু’দিন আগের এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয় ৷ রেখা শর্মা রাজ্য পুলিশের ডিজিপি-কে নির্দেশ দিয়েছেন যাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধি যথাযথ ধারায় মামলা করতে হবে ৷ 5 দিনের মধ্যে এই ঘটনায় পুলিশের কাছ থেকে যথাযথ রিপোর্ট চাওয়া হয়েছে ৷’’

  • NCW vehemently condemns the harrowing incident in Pratapgarh, Rajasthan. A woman was molested, stripped, and recorded on video. Despite it happening two days ago, police inaction is unacceptable. @sharmarekha has instructed the state's DGP to promptly arrest the culprits and… https://t.co/qrf250LHYt

    — NCW (@NCWIndia) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় বিধায়ক নাগরাজ মীনা বলেছেন, "আমি রাত 9টা নাগাদ ঘটনার বিষয়ে জানতে পেরেছি ৷ তারপর জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি ৷ এই ঘটনার যত নিন্দা করা যায় ততই কম ৷ এমন ঘটনা যেন আর না ঘটে ৷ পুলিশ তাৎক্ষণিক ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে ৷" তবে, বিরোধী বিজেপি শিবির এই ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করার সুযোগ হাতছাড়া করতে চায়নি।

আরও পড়ুন: নাবালিকাকে 8 দিন ধরে তালা বন্ধ করে ঘুরতে গেল পরিবার, গ্রেফতার অভিযুক্ত

বিজেপি নেতা সতীশ পুনিয়া ঘটনার নিন্দায় বলেন, ‘‘প্রতাপগড়ে আদিবাসী মহিলার সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো দেখার পর আত্মা কেঁপে উঠছে ৷ অপরাধীদের মনোবল এতটাই তুঙ্গে যে, তারা প্রকাশ্যে অপরাধের ভিডিয়ো তৈরি করছে ৷ এই অসভ্যতা সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরাজয় ৷ রাজ্য সরকারের কাছে অনুরোধ, অপরাধীদের এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের অপরাধের কথা অন্য কেউ চিন্তাও করতে না পারে ৷’’ আদিবাসী মহিলার উপর নির্যাতনের এই ঘটনায় মোট 8 জনকে শনাক্ত করেছে পুলিশ ৷ প্রতাপগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে দ্রুত তল্লাশি চালানো হচ্ছে ৷

Last Updated : Sep 2, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.