ETV Bharat / bharat

Kashmir Terror : 24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি - Kashmir Terror : 24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি

গত 24 ঘণ্টায় কাশ্মীরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয়েছে পাঁচ জঙ্গি ৷ এই সাফল্যের পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি
24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি
author img

By

Published : Jul 8, 2021, 6:51 AM IST

Updated : Jul 8, 2021, 10:05 AM IST

শ্রীনগর, 8 জুলাই : গত 24 ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরে নিকেশ হয়েছে পাঁচ জঙ্গি ৷ গত কয়েকদিন ধরেই কাশ্মীরের একাধিক প্রদেশের জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ৷ কাশ্মীরের ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ (IGP) বিজয় কুমার জানান, পাঁচ জঙ্গির মধ্যে দু'জন লস্কর জঙ্গি এবং একজন হিজবুল কমান্ডার রয়েছে ৷

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে পুলওয়ামার পুচল প্রদেশে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ৷ প্রায় একই সময় কুলগ্রাম পুলিশের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কুলগ্রামের জ়োডার এলাকায় অভিযান চালানো হয় ৷ এই সাফল্যের পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

গতকালই হান্দওয়াড়া এনকাউন্টারে হিজ়বুল মুজ়াহিদিন (Hizbul Mujahideen) জঙ্গিগোষ্ঠীর অন্যতম প্রধান মেহরাজ়উদ্দিন হালওয়াই (Mehrazuddin Halwai) ওরফে উবাইদ গুলির লড়াইয়ে নিহত হয় । আইজিপি জানান, উবাইদ সাধারণ নাগরিক, পঞ্চায়েত প্রধান, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের খুনে যুক্ত ছিল ৷ এছাড়াও বেশ কয়েকটি আইইডি এবং গ্রেনেড বিস্ফোরণের সঙ্গেও যুক্ত ছিল ৷

আরও পড়ুন : Handwara Encounter : এনকাউন্টারে নিকেশ শীর্ষ হিজ়বুল কমান্ডার

শ্রীনগর, 8 জুলাই : গত 24 ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরে নিকেশ হয়েছে পাঁচ জঙ্গি ৷ গত কয়েকদিন ধরেই কাশ্মীরের একাধিক প্রদেশের জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ৷ কাশ্মীরের ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ (IGP) বিজয় কুমার জানান, পাঁচ জঙ্গির মধ্যে দু'জন লস্কর জঙ্গি এবং একজন হিজবুল কমান্ডার রয়েছে ৷

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে পুলওয়ামার পুচল প্রদেশে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ৷ প্রায় একই সময় কুলগ্রাম পুলিশের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কুলগ্রামের জ়োডার এলাকায় অভিযান চালানো হয় ৷ এই সাফল্যের পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

গতকালই হান্দওয়াড়া এনকাউন্টারে হিজ়বুল মুজ়াহিদিন (Hizbul Mujahideen) জঙ্গিগোষ্ঠীর অন্যতম প্রধান মেহরাজ়উদ্দিন হালওয়াই (Mehrazuddin Halwai) ওরফে উবাইদ গুলির লড়াইয়ে নিহত হয় । আইজিপি জানান, উবাইদ সাধারণ নাগরিক, পঞ্চায়েত প্রধান, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের খুনে যুক্ত ছিল ৷ এছাড়াও বেশ কয়েকটি আইইডি এবং গ্রেনেড বিস্ফোরণের সঙ্গেও যুক্ত ছিল ৷

আরও পড়ুন : Handwara Encounter : এনকাউন্টারে নিকেশ শীর্ষ হিজ়বুল কমান্ডার

Last Updated : Jul 8, 2021, 10:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.