ETV Bharat / bharat

Rupee Falls 38 Paise : আরও 38 পয়সা কমে ডলার প্রতি টাকার দাম 81 টাকা 78 পয়সা - Rupee Falls 38 Paise in Early Trade

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া থেকে শুরু করে আরও কয়েকটি কারণে নতুন করে টাকার দামে পতন হল (Rupee Falls 38 Paise in Early Trade) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 3, 2022, 1:04 PM IST

মুম্বই, 3 অক্টোবর: সপ্তাহের প্রথম কাজের দিনে আরও একবার পড়ল টাকার দাম । 38 পয়সা পড়ে সোমবার সকালে ডলরার প্রতি টাকার দাম দাঁড়াল 81 টাকা 78 পয়সা । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া থেকে শুরু করে আরও কয়েকটি কারণে নতুন করে টাকার দামে পতন হল (Rupee Falls 38 Paise in Early Trade) ।

গত শুক্রবার থেকে টাকার দামে উল্লেখযোগ্যভাবে ওঠা পড়া লক্ষ্য যাচ্ছে । সেদিন ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 40 পয়সা । এরপর সোমবার সকালে বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 65 পয়সা । পরে তা আরও পড়ে টাকার দাম । এদিকে 66.60 পয়েন্ট বা 0.12 শতাংশ নেমে সেনসেক্স দাঁড়িয়েছে 57,360.32 পয়েন্টে । আর নিফটি দাঁড়িয়েছে 17,081.45 পয়েন্ট ।

আরও পড়ুন: গত 2 বছরের তুলনায় চলতি সেপ্টেম্বরে বাড়ল পেট্রল-ডিজেলের বিক্রি

গত দু'মাসের মধ্যে বিনিয়োগ নীতিকে কিছুটা বদল এনেছেন বিদেশি বিনিয়োগকারীরা । জুলাই-অগস্ট মাসে তাঁদের বিনিয়োগ বাজারকে কিছুটা থিতু করেছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তাঁরা সম্পূর্ণ বিপরীত রণকৌশল নেন । তাঁদের জন্য বাজার থেকে মোট 7 হাজার 600 কোটি টাকা বেরিয়ে যায় । বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমার এটাও একটা বড় কারণ ।

মুম্বই, 3 অক্টোবর: সপ্তাহের প্রথম কাজের দিনে আরও একবার পড়ল টাকার দাম । 38 পয়সা পড়ে সোমবার সকালে ডলরার প্রতি টাকার দাম দাঁড়াল 81 টাকা 78 পয়সা । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া থেকে শুরু করে আরও কয়েকটি কারণে নতুন করে টাকার দামে পতন হল (Rupee Falls 38 Paise in Early Trade) ।

গত শুক্রবার থেকে টাকার দামে উল্লেখযোগ্যভাবে ওঠা পড়া লক্ষ্য যাচ্ছে । সেদিন ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 40 পয়সা । এরপর সোমবার সকালে বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 65 পয়সা । পরে তা আরও পড়ে টাকার দাম । এদিকে 66.60 পয়েন্ট বা 0.12 শতাংশ নেমে সেনসেক্স দাঁড়িয়েছে 57,360.32 পয়েন্টে । আর নিফটি দাঁড়িয়েছে 17,081.45 পয়েন্ট ।

আরও পড়ুন: গত 2 বছরের তুলনায় চলতি সেপ্টেম্বরে বাড়ল পেট্রল-ডিজেলের বিক্রি

গত দু'মাসের মধ্যে বিনিয়োগ নীতিকে কিছুটা বদল এনেছেন বিদেশি বিনিয়োগকারীরা । জুলাই-অগস্ট মাসে তাঁদের বিনিয়োগ বাজারকে কিছুটা থিতু করেছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তাঁরা সম্পূর্ণ বিপরীত রণকৌশল নেন । তাঁদের জন্য বাজার থেকে মোট 7 হাজার 600 কোটি টাকা বেরিয়ে যায় । বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমার এটাও একটা বড় কারণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.