মুম্বই, 3 অক্টোবর: সপ্তাহের প্রথম কাজের দিনে আরও একবার পড়ল টাকার দাম । 38 পয়সা পড়ে সোমবার সকালে ডলরার প্রতি টাকার দাম দাঁড়াল 81 টাকা 78 পয়সা । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া থেকে শুরু করে আরও কয়েকটি কারণে নতুন করে টাকার দামে পতন হল (Rupee Falls 38 Paise in Early Trade) ।
গত শুক্রবার থেকে টাকার দামে উল্লেখযোগ্যভাবে ওঠা পড়া লক্ষ্য যাচ্ছে । সেদিন ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 40 পয়সা । এরপর সোমবার সকালে বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল 81 টাকা 65 পয়সা । পরে তা আরও পড়ে টাকার দাম । এদিকে 66.60 পয়েন্ট বা 0.12 শতাংশ নেমে সেনসেক্স দাঁড়িয়েছে 57,360.32 পয়েন্টে । আর নিফটি দাঁড়িয়েছে 17,081.45 পয়েন্ট ।
আরও পড়ুন: গত 2 বছরের তুলনায় চলতি সেপ্টেম্বরে বাড়ল পেট্রল-ডিজেলের বিক্রি
গত দু'মাসের মধ্যে বিনিয়োগ নীতিকে কিছুটা বদল এনেছেন বিদেশি বিনিয়োগকারীরা । জুলাই-অগস্ট মাসে তাঁদের বিনিয়োগ বাজারকে কিছুটা থিতু করেছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তাঁরা সম্পূর্ণ বিপরীত রণকৌশল নেন । তাঁদের জন্য বাজার থেকে মোট 7 হাজার 600 কোটি টাকা বেরিয়ে যায় । বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমার এটাও একটা বড় কারণ ।