ETV Bharat / bharat

সংশোধিত ফ্যামিলি পেনশনের নিয়ম কী ? - (DoP&PW)

প্যানডেমিকের সময়ে মৃত ব্যক্তির জন্য ফ্যামিলি পেনশন চালু করেছে মোদি সরকার ৷ সম্প্রতি সেই নিয়মের সরলীকরণ করা হল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ রইল তার সংক্ষিপ্ত রূপ ৷

সংশোধিত ফ্যামিলি পেনশন
সংশোধিত ফ্যামিলি পেনশন
author img

By

Published : Jun 1, 2021, 12:48 PM IST

নিউদিল্লি, 1 জুন : প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিশেষ "ফ্যামিলি পেনশন" (Family Pension) চালু করেছে ৷ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (DoP&PW) সেই নিয়মের কিছু সরলীকরণ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ সংশোধিত ফ্যামিলি পেনশনে কী কী বিশেষ ব্যবস্থা রয়েছে ?

জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গে ফ্যামিলি পেনশনের ছাড়পত্র দেওয়া

এই প্যানডেমিক পরিস্থিতিতে কোভিডেই মৃত্যু হোক বা অন্য কোনও কারণে, প্রয়োজনীয় ডেথ সার্টিফিকেট (death certificate) দেখালে এই অস্থায়ী ফ্যামিলি পেনশনের সুবিধা পাবে পরিবার ৷ মৃতের পরিবার দাবি জানালে সঙ্গে সঙ্গে তা দেওয়ার ব্যবস্থা করা হবে, পিএও (PAO)-র কাছে পাঠাবার দরকার নেই ৷

আরও পড়ুন : 2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য

ফ্যামিলি পেনশনের নিয়ম

1972-এর সিসিএস (পেনশন) [CCS (Pension)]-এর 80 (এ) [80(A)] অনুযায়ী সরকারি চাকুরিরত ব্যক্তির মৃত্যু হলে "প্রভিশনাল ফ্যামিলি পেনশন"-এর সুবিধা দেওয়া হবে মৃতের পরিবারের যোগ্য সদস্যকে ৷ তবে তার আগে বিষয়টি "পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস" (PAO)-র কাছে তা পাঠাতে হবে ৷

প্রভিশনাল ফ্যামিলি পেনশনের বর্ধিত সময়

এর মেয়াদ ব্যক্তির অবসরগ্রহণের সময় থেকে এক বছর পর্যন্ত করা হতে পারে ৷ তবে পিএও এবং দফতরের সর্বোচ্চ আধিকারিকের (Head of the department) সম্মতি মিললে, তবেই তা হতে পারে ৷

প্রভিশনাল ফ্যামলি পেনশন : এর নিয়ম কী ?

যদি সরকারি কর্মী তাঁর পেনশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই অবসর নিয়ে নেয়, সেক্ষেত্রে এই মেয়াদের জন্য অন্য নিয়ম প্রযোজ্য ৷ 1972-এর সিসিএস (পেনশন) রুল 64 অনুযায়ী অস্থায়ী পেনশন সাধারণত ছ'মাস পর্যন্ত দেওয়া হয় ৷

নিউদিল্লি, 1 জুন : প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিশেষ "ফ্যামিলি পেনশন" (Family Pension) চালু করেছে ৷ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (DoP&PW) সেই নিয়মের কিছু সরলীকরণ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ সংশোধিত ফ্যামিলি পেনশনে কী কী বিশেষ ব্যবস্থা রয়েছে ?

জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গে ফ্যামিলি পেনশনের ছাড়পত্র দেওয়া

এই প্যানডেমিক পরিস্থিতিতে কোভিডেই মৃত্যু হোক বা অন্য কোনও কারণে, প্রয়োজনীয় ডেথ সার্টিফিকেট (death certificate) দেখালে এই অস্থায়ী ফ্যামিলি পেনশনের সুবিধা পাবে পরিবার ৷ মৃতের পরিবার দাবি জানালে সঙ্গে সঙ্গে তা দেওয়ার ব্যবস্থা করা হবে, পিএও (PAO)-র কাছে পাঠাবার দরকার নেই ৷

আরও পড়ুন : 2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য

ফ্যামিলি পেনশনের নিয়ম

1972-এর সিসিএস (পেনশন) [CCS (Pension)]-এর 80 (এ) [80(A)] অনুযায়ী সরকারি চাকুরিরত ব্যক্তির মৃত্যু হলে "প্রভিশনাল ফ্যামিলি পেনশন"-এর সুবিধা দেওয়া হবে মৃতের পরিবারের যোগ্য সদস্যকে ৷ তবে তার আগে বিষয়টি "পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস" (PAO)-র কাছে তা পাঠাতে হবে ৷

প্রভিশনাল ফ্যামিলি পেনশনের বর্ধিত সময়

এর মেয়াদ ব্যক্তির অবসরগ্রহণের সময় থেকে এক বছর পর্যন্ত করা হতে পারে ৷ তবে পিএও এবং দফতরের সর্বোচ্চ আধিকারিকের (Head of the department) সম্মতি মিললে, তবেই তা হতে পারে ৷

প্রভিশনাল ফ্যামলি পেনশন : এর নিয়ম কী ?

যদি সরকারি কর্মী তাঁর পেনশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই অবসর নিয়ে নেয়, সেক্ষেত্রে এই মেয়াদের জন্য অন্য নিয়ম প্রযোজ্য ৷ 1972-এর সিসিএস (পেনশন) রুল 64 অনুযায়ী অস্থায়ী পেনশন সাধারণত ছ'মাস পর্যন্ত দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.