ETV Bharat / bharat

President Kovind on Women's Day: ক্ষমতায়নের মাধ্যমে নারীদের আত্মনির্ভর করার বার্তা রাষ্ট্রপতির - নারী দিবসে রাষ্ট্রপতি কোবিন্দের বার্তা

আন্তর্জাতিক নারী দিবসে (President Kovind on Women's Day) দেশের নারীদের ক্ষমতায়নের (happy women day) মাধ্যমে আত্মনির্ভর করে তোলার বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

important-to-empower-daughters-to-make-them-self-reliant-president-kovind
ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভর করতে হবে নারীদের: রাষ্ট্রপতি
author img

By

Published : Mar 8, 2022, 1:22 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ: দেশের কন্যাদের (Women day) ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের আত্মনির্ভর করাটা খুবই জরুরি ৷ সেটা হলে তবেই নিজেদের লক্ষ্য পূরণে সক্ষম হবে নারীরা ৷ আন্তর্জাতিক নারী দিবসে এটাই বার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Kovind on Women's Day)৷ তিনি বলেন, ‘‘আজকের যুগে যেখানে বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে, সেখানে জাতীয় ক্ষেত্রে, ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছেন ভারতীয় মহিলারা (Important to empower daughters to make them self-reliant)৷’’

রাষ্ট্রপতির (happy women day) কথায়, "আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা ৷ আমাদের কন্যাদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে তাঁদের আত্মনির্ভর করে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এর ফলে তাঁরা নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন ৷ তাঁরা তাঁদের পরিবার, সমাজ ও দেশের কর্তব্য পূরণের মধ্যে দিয়েই নিজেদের লক্ষ্যপূরণ করছেন ৷"

আরও পড়ুন: Nandini Bhowmik On Womens Day : নারী দিবস প্রয়োজন, ব্যবসায়ীকরণ নয়, বিরোধে সরব মহিলা পুরোহিত নন্দিনী

রাষ্ট্রপতির কথায়, মহিলাদের সুরক্ষা, সম্মান ও উন্নতিকে নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও একবার স্মরণ করার জন্য আজকের দিন ৷ কোবিন্দ বলেছেন, "আমরা অবশ্যই আমাদের মা ও বোনেদের তাঁদের শক্তিকে বুঝতে পারার মতো সুযোগ তৈরি করে দেব, যা দেশ গঠনে বিশেষ কার্যকরী হবে ৷"

আরও পড়ুন: দুষ্কৃতী পিটিয়ে একদিনের জেলাশাসক সাহসিনী অর্চনা

নয়াদিল্লি, 8 মার্চ: দেশের কন্যাদের (Women day) ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের আত্মনির্ভর করাটা খুবই জরুরি ৷ সেটা হলে তবেই নিজেদের লক্ষ্য পূরণে সক্ষম হবে নারীরা ৷ আন্তর্জাতিক নারী দিবসে এটাই বার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Kovind on Women's Day)৷ তিনি বলেন, ‘‘আজকের যুগে যেখানে বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে, সেখানে জাতীয় ক্ষেত্রে, ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছেন ভারতীয় মহিলারা (Important to empower daughters to make them self-reliant)৷’’

রাষ্ট্রপতির (happy women day) কথায়, "আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা ৷ আমাদের কন্যাদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে তাঁদের আত্মনির্ভর করে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এর ফলে তাঁরা নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন ৷ তাঁরা তাঁদের পরিবার, সমাজ ও দেশের কর্তব্য পূরণের মধ্যে দিয়েই নিজেদের লক্ষ্যপূরণ করছেন ৷"

আরও পড়ুন: Nandini Bhowmik On Womens Day : নারী দিবস প্রয়োজন, ব্যবসায়ীকরণ নয়, বিরোধে সরব মহিলা পুরোহিত নন্দিনী

রাষ্ট্রপতির কথায়, মহিলাদের সুরক্ষা, সম্মান ও উন্নতিকে নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও একবার স্মরণ করার জন্য আজকের দিন ৷ কোবিন্দ বলেছেন, "আমরা অবশ্যই আমাদের মা ও বোনেদের তাঁদের শক্তিকে বুঝতে পারার মতো সুযোগ তৈরি করে দেব, যা দেশ গঠনে বিশেষ কার্যকরী হবে ৷"

আরও পড়ুন: দুষ্কৃতী পিটিয়ে একদিনের জেলাশাসক সাহসিনী অর্চনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.