ETV Bharat / bharat

Cyclonic Storm: আরব সাগরে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘তেজ’-এ, পূর্বাভাস আইএমডির - ঘূর্ণিঝড়

Low-Pressure set to Intensify into Cyclonic Storm: ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ৷ যার নাম দেওয়া হয়েছে তেজ ৷

Cyclonic Storm
Cyclonic Storm
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 8:17 PM IST

নয়াদিল্লি, 20 অক্টোবর: ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং 21 অক্টোবর সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

চলতি বছরে আরব সাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে । ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য অনুসরণ করা একটি সূত্র অনুসারে এর নাম দেওয়া হয়েছে 'তেজ' ৷ আইএমডি-র পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি রবিবার আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ ওমান ও তৎসংলগ্ন ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে ৷

তবে, আবহবিদরা সতর্ক করে দেন যে মাঝে মাঝে এই ধরনের ঝড় পূর্বাভাস দেওয়া পথে যায় না ৷ তীব্রগতিতে তা অন্যদিকে চলে যায় ৷ যেমন ঘূর্ণিঝড় বিপর্যয়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল ৷ ওই ঘূর্ণিঝড় গত জুন মাসে আরব সাগরে তৈরি হয়েছিল এবং ল্যান্ডফলের জন্য গতিপথ পরিবর্তন করার আগে প্রাথমিকভাবে উত্তর-উত্তর-পশ্চিম দিকে চলে গিয়েছিল । শেষে গুজরাতের মাণ্ডবী ও পাকিস্তানের করাচিতে আছড়ে পড়ে ৷

আইএমডি জানিয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল সাড়ে 11টায় সোকোত্রার (ইয়েমেন) প্রায় 900 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে, সালালাহ বিমানবন্দর (ওমান) থেকে 1,170 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং আল গাইদাহ (ইয়েমেন) থেকে 1,260 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে ৷ বেসরকারি পূর্বাভাস সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে যে বেশিরভাগ মডেল ইঙ্গিত করছে যে এই ঘূর্ণিঝড় ইয়েমেন এবং ওমান উপকূলের দিকেই যাচ্ছে ।

যদিও, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলগুলি আবার এই ঘূর্ণিঝড় পাকিস্তান ও গুজরাত উপকূলের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৷ কারণ, এই ঘূর্ণিঝড় আরব সাগরের গভীর কেন্দ্রীয় অংশে অবস্থান করছে ৷ এখান থেকে তা অভিমুখ বদলাতেও পারে ৷

একটি ঘূর্ণিঝড়কে 62-88 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দ্বারা চিহ্নিত করা হয়, যখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ 89-117 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছয়, তখন এটিকে তীব্র ঘূর্ণিঝড় বলা হয় ।

অন্যদিকে আইএমডি আরও জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলটি 22 অক্টোবরের দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । রবিবার সকাল পর্যন্ত তা পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ৷ তারপরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে চলে যেতে পারে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নবমী-দশমীতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, উত্তর খটখটেই

নয়াদিল্লি, 20 অক্টোবর: ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং 21 অক্টোবর সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

চলতি বছরে আরব সাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে । ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য অনুসরণ করা একটি সূত্র অনুসারে এর নাম দেওয়া হয়েছে 'তেজ' ৷ আইএমডি-র পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি রবিবার আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ ওমান ও তৎসংলগ্ন ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে ৷

তবে, আবহবিদরা সতর্ক করে দেন যে মাঝে মাঝে এই ধরনের ঝড় পূর্বাভাস দেওয়া পথে যায় না ৷ তীব্রগতিতে তা অন্যদিকে চলে যায় ৷ যেমন ঘূর্ণিঝড় বিপর্যয়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল ৷ ওই ঘূর্ণিঝড় গত জুন মাসে আরব সাগরে তৈরি হয়েছিল এবং ল্যান্ডফলের জন্য গতিপথ পরিবর্তন করার আগে প্রাথমিকভাবে উত্তর-উত্তর-পশ্চিম দিকে চলে গিয়েছিল । শেষে গুজরাতের মাণ্ডবী ও পাকিস্তানের করাচিতে আছড়ে পড়ে ৷

আইএমডি জানিয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল সাড়ে 11টায় সোকোত্রার (ইয়েমেন) প্রায় 900 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে, সালালাহ বিমানবন্দর (ওমান) থেকে 1,170 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং আল গাইদাহ (ইয়েমেন) থেকে 1,260 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে ৷ বেসরকারি পূর্বাভাস সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে যে বেশিরভাগ মডেল ইঙ্গিত করছে যে এই ঘূর্ণিঝড় ইয়েমেন এবং ওমান উপকূলের দিকেই যাচ্ছে ।

যদিও, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলগুলি আবার এই ঘূর্ণিঝড় পাকিস্তান ও গুজরাত উপকূলের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৷ কারণ, এই ঘূর্ণিঝড় আরব সাগরের গভীর কেন্দ্রীয় অংশে অবস্থান করছে ৷ এখান থেকে তা অভিমুখ বদলাতেও পারে ৷

একটি ঘূর্ণিঝড়কে 62-88 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দ্বারা চিহ্নিত করা হয়, যখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ 89-117 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছয়, তখন এটিকে তীব্র ঘূর্ণিঝড় বলা হয় ।

অন্যদিকে আইএমডি আরও জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলটি 22 অক্টোবরের দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । রবিবার সকাল পর্যন্ত তা পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ৷ তারপরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে চলে যেতে পারে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নবমী-দশমীতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, উত্তর খটখটেই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.