নয়াদিল্লি, 1 এপ্রিল : আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তা দিল দিল্লির মৌসম ভবন (IMD Predicts Heavy Rainfall and Isolated Heatwave Different Parts of India) ৷ ভারতের আবহাওয়া দফতরের (India Meteorological Department) তরফে জানানো হয়েছে যে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ (Heatwave) চলবে ৷ অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে ৷
শুক্রবার এই নিয়ে একটি টুইট করেছে ভারতের আবহাওয়া দফতর ৷ সেখানে জানানো হয়েছে যে, উত্তর-পূর্ব ভারতের (North East India) অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে ৷
উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৷ এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে ৷
আরও পড়ুন : West Bengal Weather Update : এপ্রিলে কি দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি ? হাওয়া অফিস বলছে...