দিল্লি, 25 সেপ্টেম্বর : হলুদ সতর্কবার্তা জারি করল আইএমডি (India Meteorological Department, IMD) ৷ একটি বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ সাইক্লোনে পরিবর্তিত হচ্ছে ৷ 12 ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ তারপর অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওডিশার দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে ৷ বর্তমানে নিম্নচাপটি গোপালপুর থেকে প্রায় 470 কিলোমিটার ও কলিঙ্গপত্তনম থেকে 540 কিলোমিটার দূরে রয়েছে ৷
আইএমডি টুইট করে জানিয়েছে, "বঙ্গোপসাগরের উত্তরে এবং মধ্যবর্তী অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ আগামী 12 ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা 26 সেপ্টেম্বর বিকেলের দিকে ওডিশার দক্ষিণ ভাগ, অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তরাঞ্চলে কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে বয়ে যেতে পারে ৷ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার সংলগ্ন অঞ্চলগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হল ৷"
-
Depression intnsfd into a Deep Depression over North & adj central BoB, likely to intnsify into a CS next 12 hrs & to cross south Odisha north AP coasts around Kalingapatnam by eve of 26Sept.
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Cyclone Alert for north AP & adj south Odisha coasts Yellow Message #imd #cyclone pic.twitter.com/9Zru7Ybpm0
">Depression intnsfd into a Deep Depression over North & adj central BoB, likely to intnsify into a CS next 12 hrs & to cross south Odisha north AP coasts around Kalingapatnam by eve of 26Sept.
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021
Cyclone Alert for north AP & adj south Odisha coasts Yellow Message #imd #cyclone pic.twitter.com/9Zru7Ybpm0Depression intnsfd into a Deep Depression over North & adj central BoB, likely to intnsify into a CS next 12 hrs & to cross south Odisha north AP coasts around Kalingapatnam by eve of 26Sept.
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021
Cyclone Alert for north AP & adj south Odisha coasts Yellow Message #imd #cyclone pic.twitter.com/9Zru7Ybpm0
আরও পড়ুন : Weather Forecast : রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টি, বানভাসি হওয়ার আশঙ্কা
শুক্রবারই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওডিশার দক্ষিণে উপকূল অঞ্চলে সাইক্লোন-পূর্ববর্তী নজরদারি চালানো শুরু করে দিয়েছে আবহাওয়া দফতর ৷ শুক্রবার রাতে টুইটে তারা জানায়, "বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এবং উত্তরপূর্ব সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে৷ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার সংলগ্ন অঞ্চলগুলিতে সাইক্লোন-পূর্ববর্তী নজর রাখা হচ্ছে ৷"
-
Cyclone Alert for north Andhra Pradesh and adjoining south Odisha coasts : Deep Depression is about 470 km eastsoutheast of Gopalpur and 540 km eastnortheast of Kalingapatnam. pic.twitter.com/U5HmNNf1tJ
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cyclone Alert for north Andhra Pradesh and adjoining south Odisha coasts : Deep Depression is about 470 km eastsoutheast of Gopalpur and 540 km eastnortheast of Kalingapatnam. pic.twitter.com/U5HmNNf1tJ
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021Cyclone Alert for north Andhra Pradesh and adjoining south Odisha coasts : Deep Depression is about 470 km eastsoutheast of Gopalpur and 540 km eastnortheast of Kalingapatnam. pic.twitter.com/U5HmNNf1tJ
— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021