ETV Bharat / bharat

Red alert issued in Telengana : আগামী 3দিন প্রবল বর্ষণের পূর্বাভাস, তেলেঙ্গানায় জারি লাল সতর্কতা - ভিজিল্যান্স ও বিপর্যয় মোকাবিলা দফতরের

Red alert issued in Telangana, heavy rains for more 3 days: আধঘণ্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হায়দরাবাদ শহরের বিস্তীর্ণ এলাকা ৷ তেলেঙ্গানার বিভিন্ন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ আগামী তিনদিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

Etv Bharat
জলমগ্ন হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকা
author img

By

Published : Jul 25, 2023, 11:49 AM IST

Updated : Jul 25, 2023, 2:23 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: সোমবারের সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসল হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকা ৷ এদিন 3 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয় ৷ বিকেল সাড়ে 5টা থেকে আধ ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলে জলময় অবস্থা শহরের বিস্তীর্ণ এলাকা ৷ সন্ধে 7টায় চারমিনার ও সরুরনগর মানমন্দিরে যথাক্রমে 4.78 ও 4.4 সেমি বৃষ্টিপাত হয়েছে ৷ মিয়াপুরে বিগত 6 ঘণ্টায় 3.65 সেমি বৃষ্টি হয়েছে ৷ শহরের নিকাশি নালার যে জলধারণ ক্ষমতা রয়েছে তার দ্বিগুণেরও বেশি বৃষ্টি হয়েছে ৷ যেখানে নিকাশি নালাগুলি এক ঘণ্টায় মাত্র 2 সেমি পর্যন্ত বৃষ্টির জল ধারণ করতে পারে, সেখানে এর দ্বিগুণেরও বেশি বৃষ্টিতে স্বাভাবিকভাবেই জল জমেছে হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকায় ৷ রাস্তাগুলি যেন পুকুর হয়ে গিয়েছে ৷

মালাকপেট বাজার থেকে রেলস্টেশন পর্যন্ত প্রধান সড়কে এক হাঁটু জল ৷ মুসি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আটাপুর, চাদরঘাট ও মুসারামবাগ সেতুতে জল জমেছে ৷ যার জেরে ট্রাফিক পুলিশ গোলনাকা দিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ৷ খৈরতাবাদ, পাঞ্জাগুট্টা, আমিরপেট ও হাই-টেক সিটিতে প্রচুর গাড়ি যানজটে আটকে পড়েছে ৷

লাল সতর্কতা: তেলেঙ্গানার বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি ৷ আগামী কয়েকদিন তেলেঙ্গানার বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আগামী তিনদিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে ৷

আইএমডি সোমবার রাতে আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ সেখানে আবহাওয়ার বুলেটিনে বিশেষ করে তেলেঙ্গানার কৃষকদের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে ৷ 25 জুলাই সকাল সাড়ে 8টা থেকে 28 জুলাই সকাল সাড়ে 8টা পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস ৷

Water Logging in Hyderabad
জলমগ্ন হায়দরাবাদ

বৃহত্তর হায়দরাবাদ পৌরনিগম (GHMC), ভিজিল্যান্স ও বিপর্যয় মোকাবিলা দফতরের (EVDM) তরফ থেকে সমগ্র হায়দরাবাদবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে ৷ একান্ত প্রয়োজন হলে তবেই বাইরে যাওয়ার অনুরোধ করা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের পরিচালক একটি টুইট বার্তায় জানিয়েছেন, ডিজাস্টার রেসপন্স ফোর্স দলগুলি সতর্ক রয়েছে ৷ নাগরিকরা যে কোনওরকম সাহায্যের জন্য টেলিফোনে বৃহত্তর হায়দরাবাদ পৌরনিগমের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷

প্রবল বৃষ্টির কারণে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি রোধ করতে মেয়র বিজয়ালক্ষ্মী নাগরিক সংস্থার জোনাল কমিশনারদের পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : বর্ষায় ত্বকে ব়্যাশ-চুলকানির সমস্যা ? নিমের পাতায় মুশকিল আসান

হায়দরাবাদ, 25 জুলাই: সোমবারের সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসল হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকা ৷ এদিন 3 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয় ৷ বিকেল সাড়ে 5টা থেকে আধ ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলে জলময় অবস্থা শহরের বিস্তীর্ণ এলাকা ৷ সন্ধে 7টায় চারমিনার ও সরুরনগর মানমন্দিরে যথাক্রমে 4.78 ও 4.4 সেমি বৃষ্টিপাত হয়েছে ৷ মিয়াপুরে বিগত 6 ঘণ্টায় 3.65 সেমি বৃষ্টি হয়েছে ৷ শহরের নিকাশি নালার যে জলধারণ ক্ষমতা রয়েছে তার দ্বিগুণেরও বেশি বৃষ্টি হয়েছে ৷ যেখানে নিকাশি নালাগুলি এক ঘণ্টায় মাত্র 2 সেমি পর্যন্ত বৃষ্টির জল ধারণ করতে পারে, সেখানে এর দ্বিগুণেরও বেশি বৃষ্টিতে স্বাভাবিকভাবেই জল জমেছে হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকায় ৷ রাস্তাগুলি যেন পুকুর হয়ে গিয়েছে ৷

মালাকপেট বাজার থেকে রেলস্টেশন পর্যন্ত প্রধান সড়কে এক হাঁটু জল ৷ মুসি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আটাপুর, চাদরঘাট ও মুসারামবাগ সেতুতে জল জমেছে ৷ যার জেরে ট্রাফিক পুলিশ গোলনাকা দিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ৷ খৈরতাবাদ, পাঞ্জাগুট্টা, আমিরপেট ও হাই-টেক সিটিতে প্রচুর গাড়ি যানজটে আটকে পড়েছে ৷

লাল সতর্কতা: তেলেঙ্গানার বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি ৷ আগামী কয়েকদিন তেলেঙ্গানার বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আগামী তিনদিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে ৷

আইএমডি সোমবার রাতে আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ সেখানে আবহাওয়ার বুলেটিনে বিশেষ করে তেলেঙ্গানার কৃষকদের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে ৷ 25 জুলাই সকাল সাড়ে 8টা থেকে 28 জুলাই সকাল সাড়ে 8টা পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস ৷

Water Logging in Hyderabad
জলমগ্ন হায়দরাবাদ

বৃহত্তর হায়দরাবাদ পৌরনিগম (GHMC), ভিজিল্যান্স ও বিপর্যয় মোকাবিলা দফতরের (EVDM) তরফ থেকে সমগ্র হায়দরাবাদবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে ৷ একান্ত প্রয়োজন হলে তবেই বাইরে যাওয়ার অনুরোধ করা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের পরিচালক একটি টুইট বার্তায় জানিয়েছেন, ডিজাস্টার রেসপন্স ফোর্স দলগুলি সতর্ক রয়েছে ৷ নাগরিকরা যে কোনওরকম সাহায্যের জন্য টেলিফোনে বৃহত্তর হায়দরাবাদ পৌরনিগমের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷

প্রবল বৃষ্টির কারণে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি রোধ করতে মেয়র বিজয়ালক্ষ্মী নাগরিক সংস্থার জোনাল কমিশনারদের পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : বর্ষায় ত্বকে ব়্যাশ-চুলকানির সমস্যা ? নিমের পাতায় মুশকিল আসান

Last Updated : Jul 25, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.