চেন্নাই, 21 এপ্রিল: ফের ছাত্র আত্মঘাতী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের ক্যাম্পাসে ৷ পুলিশ শুক্রবার জানিয়েছে যে, আইআইটি মাদ্রাজের দ্বিতীয় বর্ষের বি টেক ছাত্র আত্মহত্যা করেছেন । তিনি ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা । নাম কেদার সুরেশ (21)৷ আইআইটি মাদ্রাজ থেকে এ বছর ছাত্র আত্মহত্যার এটি চতুর্থ ঘটনা ৷ 2018 সাল থেকে এই ক্যাম্পাসে এই নিয়ে 12জন ছাত্র আত্মঘাতী হলেন ।
জানা গিয়েছে, মাদ্রাজ আইআইটি ক্যাম্পাসের কাবেরী হোস্টেলে থাকতেন ওই ছাত্র । কলেজ প্রশাসন কোট্টুরপুরম থানায় খবর দেয় যে, আজ ক্যাম্পাসে আত্মহত্যা করেছেন এক ছাত্র । পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের দেহ উদ্ধার করে ৷
চেন্নাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে এই ঘটনার প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি । ওই ছাত্র কেন আত্নঘাতী হলেন, তাঁর আত্মহত্যায় কারও প্ররোচনা ছিল কি না, এ বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে তারা ।
এর আগে, 2 এপ্রিল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পিএইচডি ছাত্র তামিলনাড়ুর ভেলাচেরিতে নিজের ঘরে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ । সেই ছাত্রটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এবং তাঁর বয়স ছিল 32 বছর ।
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইআইটি মাদ্রাজের বেশ নামডাক ৷ গত বছর ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাংকিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-এর প্রকাশিত বাৎসরিক তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ ৷ তারা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় সেই তালিকায় ৷ তালিকাটি প্রকাশ করে এই কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তবে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরপর ছাত্রের আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ৷
আরও পড়ুন: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইটি মাদ্রাজ, রইল অন্যান্যদের ব়্যাংকিং