নিউদিল্লি, 4 নভেম্বর : দিল্লি IIT-তে মাত্র 1200 টাকায় কোরোনার RT-PCR টেস্ট করাচ্ছে JITM স্কিল প্রাইভেট লিমিটেড নামে একটি ল্য়াবরেটরি ৷ ল্য়াবটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্য়াশনাল অ্য়াক্রিডেশন বোর্ড ফর টেস্টিং অ্য়ান্ড ক্য়ালিবারেশন ল্য়াবরেটরির শংসাপ্রাপ্ত ৷ বর্তমানে বাইরে থেকে কোরোনার RT-PCR টেস্ট করাতে 2400 টাকা খরচ করতে হয় ৷
ল্য়াবটি কোরোসিউর টেস্টিং কিট দিয়ে RT-PCR পদ্ধতিতে কোরোনার পরীক্ষার আয়োজন করেছে ৷ এটি তৈরি করেছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ৷ এই কোরোনা পরীক্ষার কেন্দ্রের উদ্বোধন করেন দিল্লি IIT-র ডিরেক্টর, অধ্য়াপক ভি রামগোপাল রাও ৷ দিল্লি IIT-র ক্য়াম্পাসে মঙ্গলবার ইনস্টিটিউটের কর্মীদের উপস্থিতিতেই এই কোরোনা পরীক্ষার সূচনা করা হয় ৷ IIT-র সদস্য় থেকে সাধারণ মানুষ সবাই সেখান থেকে কোরোনা পরীক্ষা করাতে পারবেন ৷
নমুনা সংগ্রহের এই কাউন্টারটি তৈরি করা হয়েছে IIT-র 3 নম্বর গেটের কাছে ৷ কোরোনা পরীক্ষার রিপোর্ট 24 ঘণ্টাার মধ্য়ে পাওয়া যাবে বলে জানিয়েছে IIT কর্তৃপক্ষ ৷ কোরোনা পরীক্ষার জন্য় চিকিৎসকদের প্রেসক্রিপশন বা আগে থেকে নাম লেখানোর প্রয়োজন পড়বে না ৷